বিনোদন,বলিউড,বলিউড বিতর্ক,কঙ্গনা রানাওয়াত,মহারাষ্ট্র,উদ্ভব ঠাকরে,Entertainment,Bollywood,Bollywood Controversy,Kangana Ranauat,Maharastra,Uddhav Thackeray

Papiya Paul

‘পাপ বাড়লে সর্বনাশ হবেই!’ উদ্ধব ঠাকরে ইস্তফা দিতেই বিস্ফোরক মন্তব্য কঙ্গনার

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বুধবার রাতে ইস্তফা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে(Uddhav Thackeray)। ফেসবুক লাইভে এসে তিনি তার পদ ছাড়ার কথা ঘোষণা করেন। এদিন বার্তা দেওয়ার সময় তাকে অত্যন্ত আবেগপ্রবণ দেখা যাচ্ছিল। উদ্ভবের ইস্তফার পরেই বদলে যায় মহারাষ্ট্রের রাজনীতির সম্পূর্ণ চিত্র। আর তার এই  পদত্যাগের পরেই মুখ খুলেছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন ‘কঙ্গনা রানাওয়াত'(Kangana Ranauat)।

   

এর আগেও উদ্ভব ঠাকরেকে নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। আর এদিন তার পদত্যাগের পরেও মন্তব্য করতে ছাড়েননি অভিনেত্রী। ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করে শিবসেনা প্রধানকে এক হাত নিয়েছেন অভিনেত্রী। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘পাপ বাড়লে সর্বনাশ হবেই!’

এরপরেই তিনি ভিডিওতে বলেন যে গণতন্ত্র একটা বিশ্বাস, সেটা যদি ক্ষুন্ন হয়, গণতন্ত্রকে যদি কেউ হাতের মুঠোয় করতে চায়, তাহলে তার অহংকার ভাঙবেই। যে শিবসেনা হনুমান চল্লিশাকে নিষিদ্ধ করার চেষ্টা করে, সেই শিবসেনাকে মাফ করবে না শি ও। পদ্ম ফুলের মধ্যে দিয়ে এই নতুন যুগের শুরু হবে এবার।

প্রসঙ্গত, দু’বছর আগে বিএমসির তরফ থেকে বেআইনি নির্মাণের কারণ দেখিয়ে কঙ্গনার অফিসের একাংশ ভেঙে দেওয়া হয়। সেই সময় রেগে গিয়ে সোশ্যাল মিডিয়ায় উদ্ভব ঠাকরেকে একহাত নিয়েছিলেন তিনি। সেই ভিডিওতে কঙ্গনা বলেছিলেন, ‘উদ্ধব ঠাকরে তোর কী মনে হয়? ফিল্ম মাফিয়াদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে এরকমটা করলি। আজ আমার ঘর ভেঙেছে, কাল তোর অহংকার ভাঙবে। এটা সময়ের চাকা, মনে রাখিস।’  আর এবার তার ইস্তফার পর নিন্দুকরা কঙ্গনার এই মন্তব্যকে বারবার সামনে আনছেন। অনেকেই বলছেন, ‘একেই বলে ধর্মের কল বাতাসে নড়া!’