Akshay Kumar Selfie

Moumita

পরপর ৬ ছবি ফ্লপ, অক্ষয়ের ছবি ‘সেলফি’ ১০ লাখের গণ্ডিও পার করবে না, বিষ্ফোরক মন্তব্য কঙ্গনার

বলিউডের কন্ট্রোভার্সি (Controversy) কুইন হলেন ‘কঙ্গনা রানাওয়াত’ (Kangana Ranaut)। ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ সমস্যা হোক কী দেশের রাজনীতি (Politics), সবেতেই দেন তুখোড় জবাব। এককথায় কাউকেই রোয়াব করে চলেন না কুইন কঙ্গনা। আর এবার নিশান বানিয়েছেন খিলাড়ি কুমার অক্ষয়কে (Akshay Kumar)।

   

গত বছরই মোট চারটি ছবিতে অভিনয় করেছেন বলিউডের খিলাড়ি কুমার। তবে এই চারটি ছবির চারটিই মুখ থুবড়ে পড়েছে প্রেক্ষাগৃহে। আর তারমধ্যেই খবর মিলেছে, খুব শীঘ্রই নাকি মুক্তি পেতে চলেছে অভিনেতার নতুন ছবি ‘সেলফি’।

আর পরপর চারটি ফ্লপ হওয়ায় প্রচারের ক্ষেত্রে এবার আর কোনো খামতি রাখতে চাননি তিনি। ছবির সহ অভিনেতা ইমরান হাসমিকে (Imran Hashmi) নিয়ে জোরকদমে প্রমোশন শুরু করেছেন অভিনেতা। এমনকি সম্প্রতি, অনুরাগীদের সঙ্গে ‘সেলফি’ (Selfie) তুলে গিনেস বুকের পুরনো রেকর্ড ভেঙেছেন।

তবুও দুশ্চিন্তা কি আর এত সহজে যায়! কারণ এর আগের ছবিগুলিতেও প্রমোশনের ক্ষেত্রে কোনো খামতি তো রাখেননি। আর এসবের মধ্যেই অক্ষয়ের ছবি নিয়ে বেফাঁস মন্তব্য করলেন কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াত। অভিনেত্রীর দাবি, অক্ষয়ের আগামী ছবি বড় জোর ১০ লাখ টাকা ঘরে তুলতে পারবে!

বলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,কঙ্গনা রানাওয়াত,টুইটার,Bollywood,Entertainment,Gossip,Controversy,Kangana Ranaut,Twitter,অক্ষয় কুমার,সেলফি,করণ জোহর,ইমরান হাসমি,Akshay Kumar,Selfie,Karan Johar,Imran Hashmi

যদিও নায়িকার এই ভবিষ্যদ্বাণীর কারণ এখনো জানা যায়নি। তবে অনেকেই মনে করছেন, ছবির প্রযোজক এর কারণ হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, ‘সেলফি’ ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহর। আর একথা তো সকলেই জানেন যে, করণের সঙ্গে আদায় কাঁচকলায় সম্পর্ক কঙ্গনার। তবে কঙ্গনার ভবিষ্যদ্বাণী ঠিক হয় কি না এটা তো সময়ই বলবে।