পার্থ সারথি মান্না, কলকাতাঃ নারী শিক্ষার প্রসারের জন্য সরকারের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম একটি হল পশ্চিমবঙ্গ সরকারের চালু করা কন্যাশ্রী প্রকল্প (Kanyashree Scheme)। এই প্রকল্পের আওতায় মেয়েদের এককালীন একটা টাকা প্রদান করা হয় যেটা তাদের জীবনযাপন ও পড়াশোনায় অনেকটা সাহায্য করে। কিন্তু কন্যাশ্রীর টাকা নিয়েও জালিয়াতির অভিযোগ আসছিল। তাই এবার নয়া নিয়ম চালু করল রাজ্য সরকার।
কন্যাশ্রী প্রকল্পে জালিয়াতির অভিযোগ
আসলে দীর্ঘদিন ধরেই কন্যাশ্রী প্রকল্পে জালিয়াতির অভিযোগ মিলছিল। তদন্তের পর জানা গিয়েছিল ডেটা এন্ট্রি অপারেটরদের এন্ট্রির ভুলের কারণে ভুল অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছিল। কারণ জেলা আবেদন মঞ্জুরের জন্য পাঠানো হলে প্রশাসনিক অনুমতি পেলেই টাকা পাঠিয়ে দেওয়া হত। তাই এবার যোগ্য ও সঠিক ছাত্রীরাই যাতে টাকা পায় সেটা নিশ্চিত করতেই নয়া নিয়ম চালু হচ্ছে।
বদলে যাচ্ছে টাকা পাওয়ার নিয়ম
এতদিন স্কুলের তৰফ থেকে ছাত্রীদের আবেদন পাঠানো হত। এরপর সেটা অভ্যন্তরীণ ভেরিফিকেশনে পাশ হলেই টাকা পাঠিয়ে দেওয়া হত ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কিন্তু এবার আর তেমনটা হবে না। জানা যাচ্ছে, স্কুলের তরফ থেকে পাঠানো আবেদন জেলা স্টোরে পাঠানো হবে। সেখান থেকে ছাত্রী বা আবেদনকারীর ব্যাঙ্ককে অ্যাকাউন্টার তথ্য ভেরিফাই করার জন্য পাঠানো হবে। ব্যাঙ্ক গ্রিন সিগন্যাল দিলে তবেই টাকা পাঠানো হবে যোগ্য ছাত্রীদের অ্যাকাউন্টে।
আরও পড়ুনঃ নতুন ১০ এবং ৫০০ টাকার নোট আসবে বাজারে, পুরনোর কী হবে? যা জানালো RBI
প্রসঙ্গত, নয়া নিয়ম চালু করার জন্য এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশ্যে আসেনি। তবে আশা করা হচ্ছে মে মাসের শেষের দিকে বা আগামী মাসের মধ্যেই অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য। আশা কর হচ্ছে নয়া পদ্ধতি চালু হলে ভুল অ্যাকাউন্টে টাকা চলে যাওয়ার মত ঘটনা বন্ধ হয়ে যাবে