নিউজশর্ট ডেস্কঃ Kar Kache Koi Moner Kotha Upcoming Episoeds: জি বাংলা(Zee Bangla) চ্যানেলে একাধিক সিরিয়াল(Bengali Serial) সম্প্রচারিত হয়। তবে এর মধ্যে থেকে ‘কার কাছে কই মনের কথা'(Kar Kache Koi Moner Kotha) এই সিরিয়াল নিয়ে দর্শকদের মধ্যে তর্ক-বিতর্ক চলতেই থাকে। তবে সমালোচনা যাই চলুক না কেন একেবারে বাস্তব জীবনের কাহিনী এই সিরিয়ালের মধ্য দিয়ে তুলে ধরেছেন নির্মাতারা।
এই সিরিয়ালের বর্তমান পর্বে দেখানো হয়েছে, পরাগ যখন শিমুলের গালে চড় মারে তখন প্রতিবাদ করার সাথে সাথেই চুপ করে বসে ছিল না শিমুল। পরাগের প্রিন্সিপালের কাছে পরাগের সমস্ত কুকীর্তির কথা ফাঁস করে দেয়। এরপর প্রিন্সিপ্যাল স্যার পরাগকে স্পষ্ট করে জানিয়ে দেয় এই ঘটনা যদি আবার ঘটে তাহলে তাকে চাকরি থেকে বরখাস্ত দেওয়া হবে। এরপর পরাগ যখন বাড়ি এসে দেখে শিমুল এখনো বাড়ি ফেরেনি।
তখন শাশুড়ি আর দেওর আবার শিমুলকে নিয়ে আলোচনা শুরু করে দেয়। তখন পরাগ সবাইকে থামিয়ে বলে শিমুল তার স্কুলে গিয়ে প্রিন্সিপালের কাছে নালিশ করে এসেছে। এরপর যদি এরকম কোন ঘটনা ঘটে তাহলে তার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। তাই কিছুদিন যাতে ওর সঙ্গে কোন রকম কোন কথা না বলা হয়। এই কথা শুনে রীতিমত ভয় পেয়ে যায় পলাশ। শিমুলের চরিত্র নিয়ে প্রথমে নোংরা কথা শুরু করেছে এই পলাশ। মনে মনে নিজের চাকরির চলে যাওয়ার কথাও ভাবতে থাকে পলাশ।
আবার ওই দিকে বাইরে থেকে ফিরে এসে এই সমস্ত আলোচনা শুনে বেশ খুশি হয় শিমুল। সে মনে ভাবে যে বাড়ির প্রত্যেকে এই ঘটনায় কিছুটা হলেও টনক নড়েছে। এরপরই রাত হলে শ্বাশুড়ি মায়ের ঘরে গিয়ে তাকে ঘুরতে যাওয়ার জন্য টাকা দেয় শিমুল। সেই টাকা ছুঁড়ে ফেলে দেয় মধুবালা দেবী। সে স্পষ্ট করে বলে তার ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকলেও এতটা ইচ্ছে নেই যে শিমুলের পাপকর্মের টাকা দিয়ে তিনি ঘুরতে যাবেন।
View this post on Instagram
এরপর আবার নোংরা ভাষায় নানা রকমের মন্তব্য করেন তার শ্বাশুড়ি মা। শিমুল কি তাকে বুঝিয়ে সত্যি কথাটা বলতে পারবে? নাকি সত্যি কথা বলতে গিয়ে আবার কোন সমস্যার সম্মুখীন হতে হবে শিমুলকে? সমস্ত কিছুই দেখার জন্য আগামী পর্বগুলো একদম মিস করা চলবে না দর্শকদের।