Papiya Paul

মায়ের বিরুদ্ধে গিয়ে শিমুলের হয়ে প্রতিবাদী পরাগ, অভিনেতার সঠিক আচরণে খুশি দর্শকেরা

নিউজশর্ট ডেস্কঃ জি বাংলার(Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা'(Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিক(Bengali Serial) নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ প্রচুর। সেই শুরুর দিন থেকে নানা রকমের সমালোচনায় জড়িয়ে পড়েছে এই সিরিয়াল। তবুও জনপ্রিয়তা যে তুঙ্গে সেটা দর্শকদের মন্তব্য দেখেই বোঝা যায়। এখানে মানালি দে অভিনীত শিমূল চরিত্রটি দর্শকদের বেশ পছন্দ হয়েছে। আবার অন্যদিকে এই সিরিয়ালের পরাগ,পলাশ, ও দজ্জাল শাশুড়িকে দুচোখে দেখতে পারেন না দর্শকেরা।

   

বর্তমান সময়ে দাঁড়িয়ে বাড়ির বউ-এর উপর এরকম অত্যাচার, অভব্য আচরণ, নোংরামো বন্ধ করার দাবিও জানায় দর্শক। আর তাই বারংবার এই নেতিবাচক মন্তব্য পেয়ে অবশেষে ধীরে ধীরে গল্পের ধরন বদলাতে চেষ্টা করছেন লেখিকা। এবার এই সিরিয়ালে আসতে চলেছে নতুন মোড়।

যেমন কিছু পর্ব আগেই দেখানো হয়েছে, শিমুলের শাশুড়ি তার বৌমার প্রতি এরকম আচরণের কারণ তার শাশুড়িকেও অতীতে এর থেকেও জঘন্য পরিস্থিতির সম্মুখীন হতে হয়। নিজের বৌমাকে সেই কথা খুলেও বলেন শাশুড়ি। এই কথা শুনে শিমুল তার শাশুড়ির মনের কষ্টটা একটু একটু করে উপলব্ধি করে। তার শাশুড়ি যখন ঘরের বৌমা ছিলেন তখন তার জীবনেও এরকম প্রতিকূলতা হয়েছিল। সেই কারণে তিনি এমন আচরণ করছেন শিমুলের সঙ্গে এটা বুঝতে পারে শিমুল।

তবে এবার ঘটেছে অন্য ঘটনা, প্রথমবার পরাগ তার স্ত্রী শিমুলের হয়ে তার মায়ের সাথে কথা বলেছে। এই দৃশ্য দেখে বেজায় খুশি হয়েছেন দর্শকেরা। এই সিরিয়ালে দেখানো হয়েছে শিমুল নিজের হাতে রান্নাঘরের দায়িত্ব তুলে নিয়েছে। সকলের জন্য অন্য রকমের খাবার বানিয়েছে যা তার শাশুড়ির একদম পছন্দ হয়নি।

কিন্তু পরাগ খেতে বসে সেই খাবার দুবার বেশি খেতে চেয়েছে বলে শিমুলের শাশুড়ি তাকে অপমান করে। তখন পরাগ তার মাকে বলে যে মাসে যদি দু-তিনবার ভালো-মন্দ হয় তাহলে কি খুব কম পড়ে যাবে? নিজের প্রাণের প্রিয় ছেলের মুখে এমন কথা শুনে তার মায়ের একদম পছন্দ হয়নি, কিন্তু এই প্রথমবার পর আগের আচরণ দেখে খুশি হয়েছেন দর্শকেরা।