Arijit

থাইল্যান্ড থেকে আসছে শাকসবজি, নেদারল্যান্ড থেকে আসছে ফল, প্রকাশ্যে ক্যাট-ভিকির বিয়ের মেনু

আগামীকাল বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের বিখ্যাত জুটি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। দীর্ঘদিনের গুঞ্জন সত্যি করে অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন এই তারকা জুটি। ইতিমধ্যে এই বিয়ে নিয়ে রাজকীয় আয়োজন শুরু হয়েছে রাজস্থানে। তবে এরই মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে এসেছে, সেটা হল ক্যাট- ভিকির বিয়েতে আয়োজিত হচ্ছে রাজকীয় খাবার দাবারের।

   

এক নজরে দেখে নেওয়া যাক ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের মেনু তে কি কি রাজকীয় খাবারের আয়োজন হচ্ছে:-

ভিকি কৌশল যেহেতু পাঞ্জাবি, তাই মেনুতে পাঞ্জাবি স্পেশাল খাবারে বিশেষ নজর দেওয়া হচ্ছে। অন্যদিকে ক্যাটরিনার আবদারে মেনুতে রাখা হয়েছে নানা ধরনের আইসক্রিম ও মিষ্টি।
এছাড়াও ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, বিকেলের টিফিন থেকে রাতের ডিনার সবেতেই থাকছে নতুন নতুন বেশ কিছু পদ।

ফিলিপিন্স থেকে আনা অ্যাভাকাডো যা দিয়ে তৈরি হবে অতিথিদের জন্য স্পেশাল স্যালাড। মাশরুম আনা হচ্ছে থাইল্যান্ড থেকে, যা এই বিয়ের অন্যতম মূল আকর্ষণ। এছাড়াও হলেন্ড থেকে আনা হচ্ছে বিভিন্ন ফ্রেস ফল।

থাকছে ডাল বাটি চুরমা ও বিশেষ রাজস্থানের মিষ্টি। মেনুতে থাকছে ছোলে ভটুরে, পাঞ্জাবি স্টাইলে চিকেন মশালা। রয়েছে, লস্যি ও ছাঁচের ব্যবস্থাও। এছাড়াও মেনুতে থাকছে, পেরি পেরি পনির, স্পিনাচ কর্ন, ব্রোকোলি স্যালাড, টফু স্যালাড। এছাড়াও থাকছে পাঁচ রকমের বিশেষ বিরিয়ানি।