Kawasaki

Kawasaki: ডিজাইন আর দাম শুনলে খারাপ হবে মাথা, মার্কেট কাঁপাতে আসছে Kawasaki Ninja 500

নিউজশর্ট ডেস্ক: বাইক প্রেমী মানুষদের কাছে স্পোর্টস বাইকের কথা বললে সবার আগে Kawasaki Ninja-র নাম উঠে আসে। দুর্দান্ত ফিচর্স থেকে শুরু করে সুন্দর ডিজাইন সবকিছুতেই বাইকপ্রেমীদের মন জয় করে নিয়েছে এই বাইক সংস্থা। আর এবার Ninja 500 নতুনভাবে আরো উন্নত উপায়ে নতুন কিছু করার চেষ্টা চালাচ্ছে এই সংস্থা।

সূত্রের খবর বলছে চলতি বছরের মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যেই এটি ভারতের বাজারে লঞ্চ হবে। ইতিমধ্যেই গত বছর ইতালিতে মিলান মোটরসাইকেল শো তে এই বাইকটি আত্মপ্রকাশ করেছিল।

চলুন এই বাইকে কি কি নতুন ফিচারস এবং দাম কত সমস্ত কিছুই জেনে নেওয়া যাক।

ফিচারস:  এই Kawasaki Ninja 500-এ ফিচারস হিসাবে নতুন ৪৫১ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন ব্যবহার করা হবে। এটি দিয়ে ৯০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৪৫.৪ বিএইচপি ক্ষমতা এবং ৬০০০ আরপিএম গতিতে ৪২.৬ এমএম টর্ক উৎপন্ন হবে। এছাড়া ইঞ্জিনকে সঙ্গত দেওয়ার জন্য ছয় গতির গিয়ার বক্স থাকবে। আর স্লিপ ও এসিস্ট ক্লাচও থাকবে।

আরও পড়ুন: শুধু 5G উন্নত নয়, এবার 6G পরিষেবা চালু করছে Jio! বড়সড় পদক্ষেপ আম্বানির

ডিজাইন: এই বাইকে থাকছে অল এলইডি লাইটিং এবং ব্লুটুথ সহ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। আর এটির স্ট্যান্ডার্ড ভার্সনে এলসিডি ডিসপ্লে, যার মধ্যে SE ভ্যারিয়েন্ট টিএফটি ডিসপ্লে থাকবে।

 

দাম: ভারতে মোটরসাইকেলটির দাম ৫.২ লাখ থেকে ৫.৪ লাখ টাকা হতে পারে। এছাড়া বিদেশ থেকে আমদানি করেও এদেশে এই বাইকটি বিক্রি করা হতে পারে।

Avatar

Papiya Paul

X