Papiya Paul

আপনার জিভ কেটে নেব, বিজেপি নেতাদের হুঁশিয়ারি দিয়ে বললেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী

দেশজুড়ে পেট্রোল-ডিজেলের দাম মাত্রা ছাড়িয়ে গেছে। যেভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে, তাতে করে সাধারন মানুষের জীবন ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। এর পরিস্থিতিতে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করলেন কেসি আর। সরাসরি সমালোচনা করে তিনি বলেন, “মিথ্যা কথা বলছে কেন্দ্রীয় সরকার। ২০১৪ সালে অপরিশোধিত তেলের দাম ছিল ১০৫ মার্কিন ডলার, আর এখন তেলের দাম ৮৩ মার্কিন ডলার। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে, এই কথাটি একেবারেই মিথ্যা”।

   

আক্রমণকারী থেমে থাকেনি। সরাসরি সমালোচনায় মুখর হয়ে মুখ্যমন্ত্রী বলেন, গত সাত বছর ধরে বিজেপি কি করছে? ভারতের জিডিপি প্রতিবেশী দেশ বাংলাদেশ অথবা পাকিস্তানের নিচে নেমে গেছে। অযথা কর বাড়িয়ে যাচ্ছে কেন্দ্র। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি কেন্দ্রের বিরুদ্ধে লড়াই জারি রাখবো। পেট্রোল-ডিজেলের দাম যদি না কমায় কেন্দ্র তাহলে আমরা ধর্নায় বসবো।

এত কি সবকিছু ঠিক ছিল। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হঠাৎ বলে ওঠেন,”যদি কোনরকম আজেবাজে কথা আমাদের বিরুদ্ধে বলা হয় তাহলে আপনার জিভ কেটে নেব”। এমন মন্তব্যের পর থেকেই দক্ষিণের রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে রয়েছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী আরো অভিযোগ করেন,” চীন এখন অরুণাচল প্রদেশে আক্রমণ করেছে। আর কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। যদি কোন রকম মন্তব্য করা হয় আমার সম্পর্কে, তাহলে আপনার জিভ কেটে নেব”। একইসঙ্গে তেলেঙ্গানা সরকার কৃষক আন্দোলনে কৃষকদের পাশে থাকবে বলে জানিয়ে দিয়েছেন।