পার্থ সারথি মান্না, কলকাতাঃ শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষা বর্ষের জন্য ভর্তির পক্রিয়া (Kendriya Vidyalaya Admission 2025-26)। পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে যদি আপনার সন্তানকে ভর্তি করতে চান তাহলে আজকের প্রতিবেদনটি অবশ্যই শেষ অবধি দেখুন। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে সমস্ত তথ্য নিচে দেওয়া রইল।
শুরু কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির পক্রিয়া
যেমনটা জানা যাচ্ছে, গত ৭ই মার্চ থেকে চালু হয়েছে ভর্তির পক্রিয়া। এক্ষেত্রে সবার আগে অনলাইনে kvsangathan.nic.in এ গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তবে তার আগে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস তৈরি রাখতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকা
- যদি প্রথম শ্রেণীতে ভর্তি করতে চান তাহলে সরকার দ্বারা স্বীকৃত জন্ম সার্টিফিকেট জমা দিতে হবে। আপনার স্থানীয় পৌরসভা, গ্রাম পঞ্চায়েত, সামরিক বা প্রতিরক্ষা কর্মীদের সার্ভিস রেকর্ড থেকে বার্থ সার্টিফিকেট পাওয়া যাবে।
- যদি দ্বিতীয় শ্রেণী বা তার উপরের কোনো শ্রেণীতে ভর্তি করতে চান তাহলে ট্রান্সফার সার্টিফিকেট প্রয়োজন। যদিও এটা বাধ্যতামূলক নয়, তবে জন্মতারিখ অবশ্যই আগের স্কুলের ডকুমেন্টসে উল্লেখ থাকতে হবে।
- যদি শিক্ষার্থী এসসি, এসটি, ওবিসি বা আর্থিকভাবে অনগ্রসর শেনি বা BPL ক্যাটেগরির মধ্যে পড়ে তাহলে সেই শংসাপত্র জমা দিতে হবে। আর যদি আবেদন করার সময় কোনো সার্টিফিকেট ইস্যু না হয়ে থাকে তাহলে বাবা-মায়ের সার্টিফিকেট জমা দিতে হবে।
- শিক্ষার্থীর যদি শারীরিকভাবে কোনো অক্ষমতা থাকে তাহলে সেই শংসাপত্র জমা করতে হবে। অবশ্য যদি সার্টিফিকেট না থাকে তাহলেও স্কুলের প্রধান শিক্ষক সবটা দেখেশুনে ভর্তি নিতে পারেন।
- শিক্ষার্থীর বাবা বা মায়ের বিগত সাত বছরের চাকরিতে বদলির সমস্ত তথ্য সহ সার্টিফিকেট জমা দিতে হবে। এছাড়া যে অফিসে নিযুক্ত রয়েছেন সেই অফিসের প্রধানের থেকে সাররিফিকেট সই করিয়ে নিতে হবে।
- এছাড়া শিক্ষার্থীর বর্তমান বাসস্থানের প্রমাণপত্র জমা দিতে হবে।
আরও পড়ুনঃ জল অপচয় বরদাস্ত নয়, বন্ধ হবে রাস্তার কল! করা পদক্ষেপ নেবে রাজ্য সরকার
ভর্তির শর্তাবলী
ভর্তির জন্য আবেদনের সময় উপরে দেওয়া ডকুমেন্টসগুলি তৈরি রাখলে আবেদনে অনেকটা সুবিধা হবে। তবে আবেদন করলেই যে ভর্তি কনফার্ম তা কিন্তু নয়। এক্ষেত্রে কিছু শর্ত মাথায় রাখতে হবে। সেগুলি হল নিম্নরূপ –
- যদি আবেদন অসম্পূর্ণ থাকে থাকে সেটা বাতিল বলে গণ্য হবে। পরবর্তীকালে এর প্রেক্ষিতে কোনো অনুরোধ গ্রাহ্য করা হবে না।
- ভর্তির সময় যদি কোনো তথ্য ভুল দেওয়া হয় বা জাল নথি দেওয়া হয় তাহলে সেটা বাড়ির বলে গণ্য করা হবে।
- যদি একজন শিশুর জন্য একাধিক আবেদন করা হয়, তাহলে সর্বশেষ যে আবেদনটি করা হবে সেটিকেই ফাইনাল ধরা হবে।
- আপনি যদি প্রথম শ্রেণীতে সন্তানকে ভর্তি করতে চান তাহলে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে।
উপরে দেওয়া শর্তাবলী ও নিয়ম মেনে আবেদন করলেই সুষ্ঠ ভাবে ভর্তির পক্রিয়া সম্পন্ন হবে। তবে এক্ষেত্রে যদি আরও কিছু জানার থাকে তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন।