খাস কলকাতায় হবে ‘বাংলার বাড়ি’, মিলল পৌরসভার অনুমোদন, প্রকাশ্যে ১৬টি জায়গার লিস্ট

KMC announce Banglar Bari Scheme

খাস কলকাতায় হবে ‘বাংলার বাড়ি’, মিলল পৌরসভার অনুমোদন, প্রকাশ্যে ১৬টি জায়গার লিস্ট

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ দেশের দরিদ্র মানুষের জন্য রাজ্য তথা কেন্দ্র সরকারের তরফ থেকে আবাস যোজনার মাধ্যেম ঘর করে দেওয়ার প্রকল্প বেশ ককিছু বছর ধরেই চালু কয়রা হয়েছে। ইতিমধ্যেই বাংলায় দীর্ঘদিন আটকে থাকার পর আবাস যোজনার কাজ চালু হয়েছে, টাকাও ঢুকতে শুরু করেছে। তবে এবার রাজ্যবাসীকে সুখবর  দিয়ে আরও বড় ঘোষণা এল সরকারের তরফ থেকে।

বাংলার বাড়ি | Banglar Bari |

প্রধানমন্ত্রী আবাস যোজনায় যেমন কেন্দ্রীয় সরকারের  তরফ থেকে টাকা পাওয়া যায় তেমনি বাংলায় বাড়ি বানানোর জন্য রয়েছে বাংলার আবাস যোজনা। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে টাকা না দেওয়ার  কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে তিনি নিজেই সমস্তটাকে দিয়ে বাড়ি বানানোর সিদ্ধান্ত নেন। ফলে আবাস যোজনার নাম বদলে বাংলার বাড়ি করে দেওয়া হয়। এবছর রাজ্য বাজেটে অতিরিক্ত ১৬ লক্ষ মানুষকে বাড়ি বানিয়ে দেওয়ার জন্য ৯৬০০ কোটি টাকা খরচ ধার্য্য করা হয়েছে।

শহরেও হবে ‘বাংলার বাড়ি’ প্রকল্প

হ্যাঁ এতদিন গ্রামে গঞ্জের দরিদ্র মানুষদের মাথার ছাদ গড়ে দিতে সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য করে বাড়ি বানানো হত। তবে এবার জানা যাচ্ছে কলকাতা পৌরসভার তরফ থেকেও বাড়ি তৈরির উদ্যোগ নেওয়া হবে। পৌরসভার ২০২৫-২০২৬ সালের বাজেটে নাকি কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে এই প্রকল্পের জন্য। এমনকি বোরো ফান্ডও আগের তুলনায় ৫ লক্ষ টাকা বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে।

কলকাতার কোথায় তৈরী হবে ‘বাংলার বাড়ি’?

ইতিমধ্যেই মোট ১৬টি জায়গা বাছাই করে নেওয়া হয়েছে এই প্রকল্পের জন্য। সেখানেই তৈরী হবে শহুরে বাংলার বাড়ি। জানতে চান কোন জায়গাগুলিতে? চলুন দেখে নেওয়া যাক তালিকাঃ

  • বোরো – ১ : ৩, ৩/১, ৩/১/১, জে কে ঘোষ রোড, রসগোল্লা পট্টি, ওয়ার্ড নাম্বার ৩।
  • বোরো – ১ : রতনবাবু ঘাটের নিকট, ওয়ার্ড নাম্বার ১।
  • বোরো – ১ : দিলারজং রোড, লকগেট ব্রিজের নিকট, ওয়ার্ড নাম্বার ৬।
  • বোরো  ২ : ২, লালবাগান রোড, ওয়ার্ড নাম্বার ২।
  • বোরো – ৩ : ৩৪, উপেন্দ্রচন্দ্র ব্যানার্জী রোড, ওয়ার্ড নাম্বার ৩০।
  • বোরো – ৩ : ৭, ক্যানাল ইস্ট রোড, ওয়ার্ড নাম্বার ১৩।
  • বোরো – ৩ : ৮৩ এ, বাগমারি রোড, হরিজন বস্তি, ওয়ার্ড নাম্বার ৩২।
  • বোরো – ৩ : ৫, হেমচন্দ্র নস্কর রোড, ওয়ার্ড নাম্বার ৩৪।
  • বোরো – ৬ : ৮, রাজা সুবোধ মল্লিক স্কোয়ার, ওয়ার্ড নম্বর ৫১।
  • বোরো – ৮ : চারুর মাঠ, ৩/১/১, ৩/২, মুখার্জী পাড়া, ওয়ার্ড নাম্বার ৮৩।
  • বোরো – ৯ : ৪৬ নং অরফ্যানগঞ্জ বাজারের নিকট, ওয়ার্ড নাম্বার ৭৪।
  • বোরো – ৯ : ৩২, জাজেস কোর্ট রোড, ওয়ার্ড নাম্বার ৭৪
  • বোরো – ৯ : শশী শেখর ড্রেনেজ পাম্পিং স্টেশনের নিকট, ওয়ার্ড নাম্বার ৭৩।
  • বোরো – ৯ : গায়ত্রী ঘাট, ওয়ার্ড নাম্বার ৭১।
  • বোরো – ১২ : ৩, চিত্তরঞ্জন কলোনী, ওয়ার্ড নাম্বার ১০২।
  • বোরো – ১৬ : কেওড়াপুকুর সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের পার্শ্ববর্তী এলাকা, ওয়ার্ড নাম্বার ১২৩।

এই  হল সেই ১৬টি জায়গা যেখানে প্রাথমিকভাবে বাংলার বাড়ি প্রকল্পের কাজ শুরু করবে কলকাতা পৌরসভা।

সঙ্গে থাকুন ➥