Scholarship

Papiya Paul

Scholarship: আর বাধা আসবে না পড়াশোনায়! এই স্কলারশিপে মিলবে এত টাকা! জবরদস্ত প্রকল্প সরকারের

নিউজশর্ট ডেস্কঃ রাজ্য সরকারের তরফ থেকে দুঃস্থ এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য প্রকল্প আনা হয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন স্কলারশিপের পাশাপাশি রয়েছে মেধাশ্রী স্কলারশিপ প্রকল্প(Medhashree Scholarship)। এই প্রকল্পে গরিব শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। যাতে মেধাবী ছাত্র-ছাত্রীরা কোন রকমের আর্থিক অভাব ছাড়াই পড়াশোনা চালিয়ে যেতে পারে। এক্ষেত্রে এই প্রকল্পের জন্য কারা আবেদন করতে পারবেন? কিভাবে আবেদন করতে হবে? সেই সম্পর্কে সমস্ত তথ্য আজকের এই প্রতিবেদনে জানানো হলো।

   

কারা পাবেন এই স্কলারশিপের টাকা? 

১) প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) শিক্ষার্থীদের পঞ্চম থেকে নবম শ্রেণীতে ভর্তি হতে হবে।
৩) প্রার্থীদের আর্থিক অবস্থা দুর্বল হতে হবে। এর পাশাপাশি ওবিসি এবং এস এস সি সম্প্রদায়ের হতে হবে।
৪) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকা বা তার কম হতে হবে।
৫) রাজ্য সরকারের অন্য কোন স্কলারশিপের অনুদান পেলে এই প্রকল্পের টাকা পাওয়া যাবে না।

নির্বাচিত শিক্ষার্থীরা কি কি সুবিধা পাবেন?
১) পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে ভর্তি হওয়ার শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বৃত্তি দেওয়া হবে।
২) সুবিধাবঞ্চিত ও সংখ্যালঘু গোষ্ঠীর শিক্ষার্থী তারাই এই প্রকল্পের জন্য টাকা পাবেন।
৩) এক্ষেত্রে নির্বাচিত শিক্ষার্থীরা বছরে ৮০০ টাকা আর্থিক সহায়তা পাবে।
৪) শিক্ষার খরচ মেটানোর জন্য এই টাকা দেওয়া হচ্ছে।

Scholarship

আরও পড়ুন: Govt. Schemes: ১০ বা ১৫ নয়, এক্কেবারে ৪০ টি প্রকল্প রয়েছে রাজ্য সরকারের, তালিকা দেখলে চমকাবেন

কি কি ডকুমেন্ট লাগবে?
ওবিসি সার্টিফিকেট, শিক্ষার্থীর পরিবারের ইনকাম সার্টিফিকেট, আধার কার্ড, বৈধ মোবাইল নম্বর, আর ব্যাংকের তথ্য লাগবে।

কিভাবে আবেদন করবেন?

১) আবেদনকারীদের প্রথমে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ও অর্থ কর্পোরেশনের মেধাশ্রী ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইট হল- https://www.wbmdfc.org/

২) এরপরে হোমপেজে মেধাশ্রী স্কলারশিপ ফর্মের পিডিএফ আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে।

৩)  সেই হোমপেজে আপনাকে Students Area ট্যাবে ক্লিক করে Registration অপশনে ক্লিক করতে হবে।

৪) এরপর আপনার স্ক্রিনে একটি নতুন পেজ খুলবে। এবার এই পেজে আপনাকে আপনার জেলা নির্বাচন করতে হবে।

৫) এরপরে রেজিস্ট্রেশন পেজে আপনাকে নিম্নলিখিত বিবরণগুলি পূরণ করতে হবে। জেলা, ব্লক, নাম, বাবার নাম, মায়ের নাম, লিঙ্গ,ব্যাংক আকাউন্ট নম্বর, ব্যাঙ্কের IFSC কোড, মোবাইল নাম্বার, ধর্ম ইত্যাদি সমস্ত সঠিক ভাবে পূরণ করতে হবে।

৬) এই সমস্ত বিবরণ পূরণ করার পরে আপনাকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য Submit বাটনে ক্লিক করতে হবে।

৭) সমস্ত কিছু সঠিকভাবে যাচাই করার পর নির্বাচিত প্রার্থীদের ব্যাঙ্ক একাউন্টে টাকা ঢুকবে।