Papiya Paul

Solar AC: বিদ্যুতের বিলের চিন্তায় ঘুম উড়েছে! বাড়িতে লাগান এই সোলার এসি, টাকা বাঁচবে প্রচুর

নিউজশর্ট ডেস্কঃ এই হাঁসফাঁস গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। প্রায় প্রত্যেক দিনই তাপমাত্রা নতুন নতুন রেকর্ড গড়ছে। এখনের তাপমাত্রা রোজ প্রায় ৪২ ডিগ্রির কাছাকাছি থাকছে। এই সময় বাড়ির বাইরে বেরোনো কার্যত মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। আর বাড়ির ভেতরে থাকলে শুধুমাত্র ফ্যান চালিয়ে ঘরে থাকা যাচ্ছে না। এক্ষেত্রে এসি ছাড়া এক মুহূর্ত এখন চলছে না।

   

কিন্তু এসিতে(AC) অতিরিক্ত বিদ্যুৎ বিলের ভয়ে এখনো বহু মানুষ এসি কিনতে পারেন না। আবার অনেকে এসি লাগিয়ে অতিরিক্ত বিদ্যুৎ বিলের কারণে চাপের মুখে পড়ছেন। তাই এবার আপনার জন্য রয়েছে একটি সুখবর। যেখানে আপনি এসি লাগাবেন কিন্তু আপনার বিদ্যুৎ বিল নিয়ে চিন্তা করতে হবে না।

নিশ্চই অবাক হচ্ছে, আসলে এই ঘটনাটি একেবারে সত্যি। এক্ষেত্রে আপনি আপনার বাড়িতে সোলার এসি(Solar AC) লাগাতে পারেন। বাজারে অনেক কোম্পানির সোলার এসি পাওয়া যায়। এই সোলার এসিতে আপনি বায়ু পরিশোধনের সুবিধা পেয়ে যাবেন। এমনকি এই এসি গুলো খুব বেশি শব্দ তৈরি করে না। যার ফলে আপনার রাতের ঘুমের ব্যাঘাত ঘটবে না।

আরও পড়ুন: Home Loan EMI: ২০ লাখ টাকার Home Loan লাগবে! মাসে মাসে কত EMI পড়বে? হিসেব দেখুন

এই সোলার এসি ব্যবহার করার জন্য আপনার সোলার প্যানেল এবং ব্যাটারি লাগবে। আপনি অনলাইনে এই সোলার এসি সম্পর্কে বিস্তারিত তথ্য আরো জেনে নিতে পারবেন। বাজারের বিভিন্ন কোম্পানির সোলার এসি রয়েছে এগুলোর দাম তুলনামূলক একটু বেশি হলেও ইলেকট্রিক বিল নিয়ে আপনার কোন চিন্তা করতে হবে না।