নিউজশর্ট ডেস্কঃ বৃষ্টি হোক কিংবা গরম বা কনকনে ঠান্ডা যে কোন ঋতুতেই ঘুরতে যেতে পছন্দ করেন ভ্রমণপিপাসু বাঙালিরা। হাতে একটু সময় পেলেই দীঘা(Digha), পুরী(Puri) কিংবা দার্জিলিং(Darjeeling)। যদিও এখন এইসব জায়গা ছাড়াও অজানা-অচেনা পরিবেশে যেতে চাইছেন মানুষ জন। তাই একঘেয়েমি জায়গার পরিবর্তে একটি নতুন অফবিট জায়গার(Offbeat Destination) সন্ধান নিয়ে চলে এসেছি আমরা।
সেখানে গেলে আপনার মন প্রাণ সব আনন্দে ভরে উঠবে। তবে এই জায়গাতেও যেতে গেলে আপনাকে দার্জিলিং এর ওপর থেকেই যেতে হবে। অর্থাৎ দার্জিলিং থেকে কয়েক ঘণ্টা দূরেই এই অচেনা জায়গার হদিশ। নিরিবিলি এই পরিবেশ একান্তে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট প্লেস। এই পাহাড়ি এলাকার পাশ দিয়েই হয়ে গিয়েছে রঙ্গিত নদী। আজকের এই অজানা অচেনা হিল স্টেশনের নাম ‘কিজম গ্রাম’।
নিশ্চয়ই নামটা শুনে অবাক লাগছে আপনাদের। বহু মানুষই এই জায়গার খবর এখনো জানেনা। তবে আগে থেকে জানিয়ে রাখি এখান থেকে কিন্তু আপনি কাঞ্চনজঙ্ঘাকে স্পষ্টভাবে দেখতে পারবেন না। তবে কাঞ্চনজঙ্গা ছাড়া অন্যান্য পাহাড় গুলো খুব সুন্দর ভাবে দেখতে পাবেন। এখান থেকে আপনি সিকিমকেও দেখতে পেয়ে যাবেন। এখানে গেলে অবশ্যই ‘নেজি মনেস্ট্রি’ ঘুরে আসবেন। এই গুম্ফা ১৭৬০ সালে তৈরি হয়। এটি তেন্দুক রাজার প্রাসাদ ছিল বলে জানা গিয়েছে।
কিভাবে যাবেন এখানে? প্রথমে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে শেয়ার ক্যাব করে কীজম গ্রামে পৌঁছে যেতে পারবেন। থাকার জন্য বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। প্রতিদিন ১২০০ থেকে ১৫০০ টাকা খরচ করলেই বিন্দাস ভাবে এনজয় করতে পারবেন এই মনোরম পরিবেশ।