Papiya Paul

একটি চায়ের কেটলির দাম ২৫ কোটি টাকা! বিশেষত্ব শুনলে মাথা বনবন করবে আপনার

নিউজশর্ট ডেস্কঃ চা(Tea) পছন্দ করেন না, এমন মানুষ খুঁজলেও মিলবে না। আর চায়ের সঙ্গে কাপ যেমন জড়িয়ে আছে, তেমনি রয়েছে কেটলির(Teapot) সম্পর্ক। দুটোই একে অন্যকে ছাড়া চলবে না। এই কেটলির দাম বর্তমান বাজারে ১০০ থেকে ১০০০ র মধ্যেই থাকে। যদিও এর চেয়ে দামি কিছু পাওয়া যায়। একটু ভালো কোয়ালিটি নিতে গেলে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম যেতে পারে।

   

আজকে এই প্রতিবেদনে এক কেটলির দাম নিয়ে আপনাদেরকে বলবো। এই চায়ের এক কোটি টাকা। যেটি ডিজাইন করেছেন ভারতীয় বংশোদ্ভূত নির্মল শেঠিয়া। এটি ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি। চারিদিকে রয়েছে হিরে জড়ানো। মাঝখানে একটি ৬.৬৭ ক্যারেটের রুবি আছে।

এছাড়া আপনি জানলে আরো অবাক হবেন, এর মধ্যে ১৬৫৮ টি হীরে ও ৩৮৬ টি থাই এবং বার্মিজ রুবি ব্যাবহার করা হয়েছিল। বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল। এর নাম ‘দ্য ইগোইস্ট’। এটি বিশ্বের সবথেকে দামি কেটলি(World’s Expensive Teapot)। ভারতীয় মুদ্রা অনুসারে ২০১৬ সালে দাম উঠেছিল প্রায় ২৫ কোটি টাকা। ওয়ার্ল্ড রেকর্ডিং এর সব থেকে দামি চায়ের পাত্র হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

নির্মল শেঠিয়া বলেছিলেন যে তাং রাজবংশ থেকে আধুনিক যুগ পর্যন্ত সভ্যতার কাঠামোর অংশ হিসাবে চায়ের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে আমি ইগোইস্ট টিপট ডিজাইন তিনি নির্মাণ করেছেন।