know the real story of popular actor kali banerjee

অভিনয় দক্ষতা ছিল দুর্দান্ত, তবুও শেষ জীবন চোখের জলে কাটিয়েছেন অভিনেতা কালী ব্যানার্জী

এই মুহূর্তে বাংলা চলচ্চিত্র (Tollywood) জগত কিছুটা ম্রিয়মাণ হলেও একটা সময় ছিল যাকে স্বর্ণযুগ বলা চলে। গোটা ভারতেই তখন বাংলা ছবির রমরমা‌। উদাহরণস্বরূপ উঠে আসবে, উত্তম কুমার (Uttam Kumar) থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায়, সুচিত্রা সেন এরকম একাধিক কিংবদন্তির নাম।

এই সময়ে আরেকজন অভিনেতা জন্মান। কাজও করেন বাংলা ইন্ডাস্ট্রিতে‌। নিজেই তৈরি করেন নিজের পরিচিতি। যিনি নিজের অভিনয় স্বত্বার জন্য বাঙালি দর্শক মহলে আজও বেশ বিখ্যাত। তবে শেষ জীবনটা বড়োই দুঃখ কষ্টের মধ্যে কাটিয়েছিলেন তিনি। আমরা কথা বলছি কালী ব্যানার্জীর (Kali Banerjee) ব্যাপারে।

সেই সময় টলিউডে ভালোই পরিচিতি তৈরি করেছিলেন কালি ব্যানার্জী। কাজ করেছেন ‘বিসর্জন’, ‘বরযাত্রী’, ‘বিমল’, ‘লৌহ কপাট’, ‘কার ভালো’ ইত্যাদি সুপারহিট ছবিতে। পরবর্তী কালে বিভিন্ন বাণিজ্যিক ছবিতেও অভিনয় করেছেন। বৃদ্ধ বাবা, মাস্টার মশাই কিংবা শ্বশুর মশাইয়ের সমস্ত চরিত্রেই তিনি সমান দক্ষ।

তবে একথা খুব কম মানুষই জানেন যে, পর্দার এই দক্ষ অভিনেতার ব্যক্তিগত জীবন ছিল খুবই সাদামাটা। দীর্ঘ কেরিয়ারে ১০০-র বেশি ছবিতে অভিনয় করলেও নিজের জন্য জমাতে পারেননি কিছুই। আর এই কারণেই শেষ জীবন কেটেছে দারুণ কষ্টের মধ্যে। প্রবল আর্থিক সংকটের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে।

জানা যায় শেষ সময়ে স্মৃতিলোপ পেয়েছিল তাঁর। মনে রাখতে পারতেন না সিনেমার ডায়লগ। বহুবার তাই অপমানিত হতে হয়েছে তাঁকে। শেষ জীবনে তাঁর হাতে যে কয়টি চরিত্র এসেছিল, বাছবিচার না করে সবকটিতে তিনি অভিনয় করেছেন। যদিও তখন অঞ্জন চৌধুরী তার পাশে দাঁড়ান।

শেষ দিকটা ইন্ডাস্ট্রি তাঁর হাত ছেড়ে দিলেও তিনি ইন্ডাস্ট্রি ছাড়েননি। আর এই কারণেই অভিনয়ের মধ্য দিয়েই নিজের জীবন শেষ করেন তিনি। মৃত্যুর আগে পর্যন্ত অভিনয় করছিলেন কালি ব্যানার্জী। শেষ ছবিতে বৃষ্টির দৃশ্য শ্যুট করার সময় তাঁর নিউমোনিয়া রোগ হয়। এরপর বহু চিকিৎসা করলেও আর লাভ হয়নি। ১৯৯৩ সালের ৫ই ভগবান তাঁর প্রিয়পাত্রকে নিজের কাছে ডেকে নেন।

Avatar

Papiya Paul

X