Papiya Paul

শূন্য থেকে শুরু, এখন কর্মীদের ১ কোটি বেতন দেন ২৪ বছরের এই ওপার বাংলার ছেলে

নিউজশর্ট ডেস্ক:  কিছু মানুষ থাকেন যারা খুব কম বয়সেই বড় কিছু অর্জন করে নিতে পারেন। সাফল্যের খিদে তাদের এই জায়গায় পৌঁছে দেয়। সেরকম একজন হলেন ২৪ বছর বয়সী নয়ন হাসান(Nayan Hasan)। নিজে যেমন সাফল্য হাসিল করতে পেরেছেন তেমনই কাজ যুগিয়েছেন আরো বহুজনের। তরুণ এই যুবক প্রমাণ করেছেন যে, কাজের প্রতি ভালোবাসা আর অদম্য ধৈর্য্য থাকলে এই কম বয়সেও কিনা করা যায়।

   

নয়ন হাসানের বাড়ি ওপার বাংলায়(Bangladesh)। মাত্র ২৩ বছর বয়সী এই বাংলাদেশী ব্যবসায়ী ৩০০ জনের কাজের ব্যবস্থা করে দিয়েছেন। সেখানে রয়েছেন ২০০ জন বাংলাদেশি এবং ১০০ জন ফিলিপিন্সি। সেখানে যারা কাজ করেন তাদের সবার বয়স রয়েছে ২০ থেকে ২৬ এর মধ্যেই। কিন্তু বড় ব্যাপার হলো যে, এখন তিনি তাদের মাসে বেতন দেন প্রায় এক কোটি টাকা।

শুরুটা করেছিলেন শূন্য থেকে। এরপর লেগেছে মাত্র ৪ বছর, আর আজ তিনি পৌঁছেছেন এই সাফল্যে। কিন্তু সাফল্যের এই প্রান্তে পৌঁছে মোটেই থেমে থাকতে চাননা তিনি। তিনি তৈরি করেছেন ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘ইকম সলিউশনস’। তার লক্ষ্য এই কোম্পানিকে আরো বড় করার। সেখানে অন্তত হাজার জন যাতে কাজ পায়।

বাংলাদেশী এই ব্যবসায়ী নয়নের জন্ম ও বেড়ে ওঠা শরীয়তপুরের জাজিরায়। সাধারণ কৃষক পরিবারের ছেলে তিনি। নয়নের রয়েছে এক ভাই এবং এক বোন। কোনক্রমে তাদের দিন গুজরান হয়। ছোট থেকেই তুখোড় বুদ্ধির অধিকারী ছিল নয়ন আর তার সাথে চিক টেকনোলজির প্রতি আগ্রহ। এলাকার বাসিন্দাদের ল্যাপটপ এবং স্মার্টফোনের ছোটখাটো সমস্যা তিনি নিজেই সরিয়ে দিতেন।

অষ্টম শ্রেণীতে পড়ার সময় কম্পিউটার কোর্স করেন। পরে সেখানেই ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ এর ৫ দিনের কোর্সে নিজের নাম নথিবদ্ধ করেন তিনি। এরপর উচ্চমাধ্যমিক পাস করে পৌঁছান রাজধানী ঢাকা শহরে। সেখানে অরবিন্দ কুমার রায়ের সাথে পরিচয় হলে তিনি শিখে নেন ওয়েব ডেভেলপমেন্ট। এরপর ফ্রিল্যান্সিং শুরু করেন তিনি। আর তার প্রথম আয় ছিল ১০০ ডলার।

নয়ন প্রথম কাজ পান অনলাইনে দোকান দেখার জন্য। এরপর ধীরে ধীরে সেই ক্ষেত্রে নিজের নাম পরিছয়বাড়িয়ে নেন তিনি। কিকস্টার্ট মেলে অ্যামাজন ও ওয়ালমার্টের সাথে যুক্ত হওয়ার পর। তিনি অনলাইন মার্চেন্টদের সমস্ত তথ্য দেখতে থাকেন। আর আজ তার সেই কোম্পানি রেকর্ড গড়েছে। নয়নকে দেখে আজ অনেকেই উদ্বুদ্ধ হয়েছেন ব্যাবসার প্রতি।