বলিউড,বিনোদন,গসিপ,রিলেশনশিপ,ললিত মোদি,সুস্মিতা সেন,মিনাল,Bollywood,Entertainment,Gossip,Relationship,Lalit Modi,Sushmita Sen,Minal

Moumita

ললিত মোদির প্রাক্তন স্ত্রী মিনালের সৌন্দর্যের কাছে হার মানবে সুস্মিতার রূপ লাবণ্যও, রইল মিনালের ছবি

সম্প্রতি সংবাদ মাধ্যমে ছেয়ে রয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী। কারণ আর কিছুই নয়, বলি ডিভা তথা প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনের সঙ্গে তার রিলেশনশিপ। দিন কয়েক আগে ললিত মোদি নিজের টুইটার হ্যান্ডেল থেকে এই খবর ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।

   

সুস্মিতার সৌন্দর্য নিয়ে তো প্রায় সকলেই অবগত। মিস ইউনিভার্সের মতো খেতাব নিজের নামের সঙ্গে জুড়ে নিয়েছেন তিনি। কিন্তু আপনারা কি ললিত মোদির প্রাক্তন স্ত্রী মিনালকে দেখেছেন? জানিয়ে রাখি সৌন্দর্যের নিরিখে তিনি বেশ কয়েক ধাপ এগিয়ে রয়েছেন সুস্মিতার চেয়ে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, প্রথমে মিনালের বিয়ে হয় সৌদি আরবের গণ্যমান্য ব্যবসায়ী জ্যাক সাগরনির সঙ্গে। পরবর্তীকালে মিনাল যখন অন্তঃসত্ত্বা হয় সেইসময় একটি বড়ো কেলেঙ্কারিতে ফেঁসে যায় জ্যাক। এই কারণে সৌদি আরবের পুলিশ‌ তাকে গ্রেফতারও করে। জ্যাক জেলে যাওয়ার পর মীনাল তার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দিল্লি চলে আসেন।

 

View this post on Instagram

 

A post shared by Lalit Modi (@lalitkmodi)

শোনা যায়, দিল্লিতে আসার পর মিনালের পরিচয় হয় ললিত মোদির মায়ের সঙ্গে। বন্ধুত্বের খাতিরে একে অপরের বাড়িতেও যাতায়াত করতেন তারা। সেই সুবাদেই ললিত মোদির সাথে পরিচয় হয় মিনালের। মিনালকে একবার দেখেই বিমোহিত হয়ে পড়ে আইপিএল এর প্রাক্তন চেয়ারম্যান। জানা গেছে প্রথমে ললিতের প্রোপোজাল প্রত্যাখান করলেও পরে গাঢ় হয় দুজনের সম্পর্ক।

একটা সময়ে দুজনেই ঠিক করেন যে, এবার তাদের বিয়ে করা উচিত। ১৯৯১ সালে বয়সে ৯ বছরের বড়ো এবং এক সন্তানের মা, ডিভোর্সী একজনকে বিয়ে করার জন্য বেশ চর্চায় ছিলেন ললিত। তবে আজকের মতো সোশ্যাল মিডিয়ার রমরমা না থাকায় আলোচনা খুব বেশি বাড়তে পারেনি। আলিয়া মোদি এবং রুচির মোদি নামে এক মেয়ে এবং এক ছেলেও রয়েছে তাদের।

সবকিছু ঠিকঠাক থাকলেও ভগবানের বোধহয় অন্যরম কিছু ইচ্ছা ছিলো। সাল ২০১৮, ১৮ ডিসেম্বর, মারণ ব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়ে এই দুনিয়া থেকে বিদায় নেন মিনাল। দীর্ঘ লড়াইয়ের পর ক্যান্সারের কাছে হেরে যান তিনি। তারপর থেকেই একেবারে একা হয়ে পড়েছিলেন ললিত। তবে স্ত্রীর মৃত্যুর ৪ বছর পর সুস্মিতার রূপে আবার সঙ্গী ফিরে পেয়েছেন তিনি।