আগের তুলনায় অনেকটাই কমেছে করোনা রুগীর সংখ্যা। কোথাও কোথাও হাসপাতালের বেড ফাঁকা থাকছে বলেও শোনা যাচ্ছে। বিশেষজ্ঞরা আশা করছেন, করোনার যে প্রকোপ তা হয়তো এবার কমতে শুরু করেছে। তাছাড়া সাধারণ মানুষও এখন অনেক সচেতন বলে জানা যাচ্ছে। অল্প উপসর্গ থাকলেও চিকিৎসকদের পরামর্শ নিয়ে নিজেদের আইসোলেট করে নিচ্ছেন। আগের তুলনায় জুলাইয়ের করোনা কেস কমেছে ৪০% এবং আগস্টের মাঝামাঝি অব্দি ২৫-৩০ শতাংশ।