Kolkata Metro Big announcement New Garira Noapara Airport Metro will be complete with in December 2025

একবছরেই চালু নিউ গড়িয়া-নোয়াপাড়া-এয়ারপোর্ট মেট্রো! বাড়বে ৪০ কিমি লাইন, সুখবর দিল কলকাতা মেট্রো

পার্থ মান্নাঃ কলকাতা শহরে প্রতিদিনই লক্ষাধিক মানুষের যাতায়াত, কর্মসূত্রে হোক বা ব্যবসায়িক সূত্রে মানুষের ভিড় লেগেই থাকে প্রতিদিন। লোকাল ট্রেন থেকে বাস এমনকি মেট্রো রেলেও ভিড় থাকে চোখে পড়ার মত। তবে প্রতিনিয়ত আরও উন্নত ও আরামদায়ক পরিষেবা দেওয়ার জন্য কাজ করে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। একসময় গুটিকতক স্টেশন থাকলেও আজ ৫০ এরও বেশি স্টেশন রয়েছে। আরও নতুন লাইন ও স্টেশনের কাজ চলছে।

এবছরেই চালু হয়েছে গঙ্গার নিচে দিয়ে রেল। হাওড়ার এই মেট্রো শুধুমাত্র যাতায়াত আরও সহজ করেনি বরং টুরিস্ট অ্যাট্রাকশন হিসাবেও কাজ করছে। তবে সম্প্রতি মেট্রো রেল নিয়ে আরও এক সুখবর মিলেছে। কি সেই খবর? চলুন জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে।

বড় ঘোষণা কলকাতা মেট্রোর!

গতকাল অর্থাৎ শুক্রবার মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি মেট্রো রুটের পরিদর্শনে আসেন। সেখানেই মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে ২০২৫ সালের মধ্যেই আরও ৯০ কিলোমিটার ও ২০২৭ সালের মধ্যেই আরও ৪০ কিমি বাড়ানো হবে মেট্রোর যাত্রাপথ। অর্থাৎ মোট ১৩০ কিমি বাড়বে মেট্রোর পথ আর আরও বাড়বে স্টেশনের সংখ্যা। যার ফলে রাস্তার ট্রাফিক জ্যাম এড়িয়ে যাতায়াত আরও সহজ হবে।

বর্তমানে দুটি মেট্রোর জন্য কলকাতাবাসী অধীর আগ্রহে অপেক্ষারত রয়েছে। যার মধ্যে একটি হল এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ ও আরেকটি হল নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত রুট। এই মুহূর্তে এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রোর কাজ চলছে ঠিকই, তবে কাজ কবে শেষ হবে তার কোনো সদুত্তর পাওয়া যায়নি।

২০২৫ সালেই নিউ গড়িয়া-নোয়াপাড়া-এয়ারপোর্ট মেট্রো

সামনেই কলকাতা মেট্রোর ৪০ বছরের জন্মদিন। তাই বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করা। হচ্ছে। তারই মাঝে এদিন নিউ গড়িয়া-নোয়াপাড়া-এয়ারপোর্ট মেট্রো নিয়েও বড় ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই নিউ গড়িয়া-নোয়াপাড়া ও নোয়াপাড়া-এয়ারপোর্ট মেট্রোর কাজ শেষ করা হবে। যদি সেটা হয় তাহলে নিত্য যাত্রীদের অনেকটাই সুবিধা হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X