Kolkata Metro Corporation Big Update on Howrah Maidan to Salt Lake Sector V Metro Project

কবে চালু হবে হাওড়া-সল্টলেক মেট্রো? বড় আপডেট দিলেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার

পার্থ মান্নাঃ প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কলকাতা যাতায়াত করেন। তাদের পরিবহনের অন্যতম একটি মাধ্যম হল কলকাতা মেট্রো। রাস্তার জ্যাম থেকে মুক্তি পেয়ে গন্তব্যে পৌঁছানোর সবচেয়ে ভালো উপায় হল মেট্রো। জোর কদমে চলছে মেট্রো সম্প্রসারণের কাজ। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে বারেবারে বাঁধা পরেই চলেছে। কখনো বৌবাজার তো কখনো এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রোর কাজ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় কবে শেষ হবে কাজ? এব্যাপারে মুখ খুললেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি।

কবে চালু হবে হাওড়া-সল্টলেক মেট্রো?

গত শুক্রবার মেট্রো ভবনে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে কলকাতা মেট্রোর শীর্যকর্তারাও উপস্থিত ছিলেন। এই বৈঠকেই জেনারেল ম্যানেজার জানান, যতদিন যাচ্ছে পরিস্থিতি জটিল হচ্ছে। কবে হাওড়া-সল্টলেক মেট্রো চালু হবে সেটা নিয়ে সঠিকভাবে কিছুই বলা সম্ভব নয়। আপাতত এসপ্ল্যানেড শিয়ালদহ মেট্রোর কাজই অতন্ত্য সাবধানে করতে হচ্ছে মেট্রো কর্তৃপক্ষকে।

কিন্তু মুশিকল হল বারেবারে সমস্যার জেরে বাঁধা পাচ্ছে কাজ। তাই এখনই কোনো তারিখ নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তাই হাওড়া ময়দান থেকে কবে সোজা মেট্রো চেপে সেক্টর ফাইভ পৌঁছানো যাবে সেটা আপাতত বলা মুশিকল।

বউবাজার মেট্রো প্রকল্পে সমস্যা

এদিন জানানো হয়, বউবাজার মেট্রোর কাজ ৩-৪ বার বাধাপ্রাপ্ত হয়েছে। যুদ্ধকালীন তৎপরতার সাথে কাজ করলেও ভূগর্ভের বেশ কয়েকটি অংশে কাজের সময় জটিল পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে ইঞ্জিনিয়ারদের। যার জেরে নতুন করে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। অনেকের মতে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে হাওড়া-সল্টলেক মেট্রো প্রকল্পের ভবিষ্যৎ একপ্রকার অনিশ্চয়তার দিকে এগোচ্ছে।

প্রসঙ্গত, এবছরের শুরুর দিকে কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি জানান, ২০২৫ এর শুরুর দিকেই হয়তো শেষ হয়ে যেতে পারে বউবাজার এলাকার কাজ। সেটা হলে এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রো যুক্ত করার কাজ অনেকটাই দ্রুত হয়ে যাবে। কিন্তু বাস্তবে সেটা কতদিনে সম্ভব হবে এখন বলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এবার হাওড়া-সল্টলেক মেট্রো প্রকল্প বাস্তবায়ন হবে কি না সেটা সময়ই বলবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X