Kolkata Metro

anita

Kolkata Metro: পাল্টে যাচ্ছে কলকাতা মেট্রো! শুরু হল নতুন ভূগর্ভস্থ মেট্রো তৈরীর কাজ, কি কি থাকছে?

নিউজ শর্ট ডেস্ক: ইতিমধ্যেই বাংলা জুড়ে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে গঙ্গার তলা দিয়ে চালু হওয়া কলকাতা মেট্রো (Kolkata Metro)। এরইমধ্যে কলকাতার পার্পল লাইন (Purple Line) মেট্রো রুটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন তৈরির বিষয়ে বড়সড় আপডেট দিল মেট্রো রেল কর্তৃপক্ষ। প্রসঙ্গত জোকা-এসপ্ল্যানেড রুটের এই মেট্রো আপাতত মাঝেরহাট পর্যন্ত ছুটছে।

   

এবার সেই লাইনেই ভূগর্ভস্থ (Underground) ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশন (Victoria Memorial Station) তৈরি কাজ চলছে জোর কদমে। জানা যাচ্ছে মেট্রো পার্পেল লাইনে মোমিনপুর থেকে এসপ্ল্যানেডের মধ্যেই এই ভূগর্ভস্থ ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনটি পড়বে মাঝেরহাটে এর পরে। ফলে মাঝেরহাটের ভিক্টোরিয়ার আগের স্টেশনটি হবে খিদিরপুর এবং ভিক্টোরিয়ার পরের স্টেশন হবে পার্ক স্ট্রিট।

তারপরেই সোজা মেট্রো গিয়ে থামবে এসপ্ল্যানেড। জানা যাচ্ছে এই লাইনের কাজ পুরো সম্পন্ন হলে বেহালা থেকে ধর্মতলা আসা খুবই সহজ হয়ে যাবে।  মেট্রো রেল কর্তৃপক্ষের খবর জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরে মোট চারটি ভূগর্ভ স্টেশন তৈরি হবে। তার মধ্যে অন্যতম এই ভিক্টোরিয়া স্টেশন।

কলকাতা মেট্রো,Kolkata Metro,পার্পল লাইন,Purple Line,নতুন স্টেশন,New Station,ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশন,Victoria Memorial Station,ভূগর্ভস্থ স্টেশন,Underground Station,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

একেবারে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনেই তৈরি হবে এই নতুন মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনটি তৈরির জন্য ইতিমধ্যেই ময়দানে থাকা ২৯ টি গাছ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে। জানা যাচ্ছে এই পার্পল লাইন মেট্রোর  ভিক্টোরিয়া স্টেশনটি মোট ৩২৫ মিটার দীর্ঘ হবে এবং এর প্ল্যাটফর্মটি স্তরটি ভূপৃষ্ঠ থেকে ১৪.৭ মিটার গভীরতায় থাকবে।

আরও পড়ুন: আর যেতে হবে না ব্যাঙ্ক কিংবা ATM-এ! এবার বাড়ি বসেই টাকা তুলুন এভাবে 

কলকাতা মেট্রো,Kolkata Metro,পার্পল লাইন,Purple Line,নতুন স্টেশন,New Station,ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশন,Victoria Memorial Station,ভূগর্ভস্থ স্টেশন,Underground Station,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এই আন্ডারগ্রাউন্ড স্টেশন নির্মাণের জন্য ইতিমধ্যেই এলাকা বেশ কিছু এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এছাড়া মেশিন দিয়ে শুরু হয়েছে মাটি কাটার কাজ। ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশন তৈরির আপডেট দিয়ে সম্প্রতি মেট্রোরেল কর্তৃপক্ষ চারটি ছবিও পোস্ট করেছে।