বদলে ফেলা হোক নাম, কলকাতা মেট্রোর চার স্টেশন নিয়ে প্রস্তাব নবান্নে! কোনগুলি?

Kolkata Metro Station Name

বদলে ফেলা হোক নাম, কলকাতা মেট্রোর চার স্টেশন নিয়ে প্রস্তাব নবান্নে! কোনগুলি?

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: নিত্যদিন হাজার হাজার যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছে কলকাতা মেট্রো। কলকাতা জুড়ে একের পর এক লাইন নিত্যযাত্রীদের সুবিধা বাড়িয়েছে। আগামী দিনে আরও বেশ কিছু রুটে মেট্রো চালানোর প্ল্যান রয়েছে মেট্রো কর্তৃপক্ষের। এদিকে এসবের মাঝেই নবান্নের কাছে আরও এক অন্য প্রস্তাব গেল। প্রস্তাবে বলা হয়েছে যে ৪টি মেট্রো স্টেশনের নাম বদলে ফেলতে হবে। কিন্তু কোন মেট্রো স্টেশনের কথা বলা হয়েছে?

কোন ৪ মেট্রো স্টেশনের নাম বদলের প্রস্তাব রাখা হয়েছে?

যে যে মেট্রো স্টেশনের প্রস্তাব গিয়েছে, সেগুলি এখনও অবধি চালু হয়নি। নতুন চালু হওয়ার পর কী নাম দেওয়া হবে, তা নিয়েই চলছে জল্পনা কল্পনা। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রমী আবার মহাকরণ। আপাতত রিপোর্ট বলছে, নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুটের জয়হিন্দ, জোকা থেকে ধর্মতলা প্রকল্পের খিদিরপুর, নিউ গড়িয়া থেকে বিমানবন্দর প্রকল্পের মধ্যে থাকা ভিআইপি রোড/তেঘরিয়া এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান, শিয়ালদা, মহাকরণের মধ্যে যে কোনও মেট্রো স্টেশনের নাম বদলের প্রস্তাব পাঠিয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, শ্রীধাম ঠাকুরনগর, ঠাকুরবাড়ি এবং তেঘরিয়ার রেবতী রঞ্জন রায়।

কোন মেট্রো স্টেশনের নাম কী রাখা হবে?

নবান্ন সূত্রে খবর,

  1. খিদিরপুর মেট্রো স্টেশনের নাম সেন্ট থমাস স্কুল খিদিরপুর অথবা খিদিরপুর সেন্ট থমাস স্কুল করার প্রস্তাব দেওয়া হয়েছে।
  2. ভিআইপি রোড/তেঘরিয়া স্টেশনের নাম হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর স্টেশন রাখার প্রস্তাব এসেছে।
  3. হাওড়া ময়দান, এসপ্ল‌্যানেড, শিয়ালদা, মহাকরণের মধ্যে যে কোনও একটি স্টেশনের নাম অমরশিল্পী কিশোর কুমারের নামে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
  4. আবার ‘জয়হিন্দ’ স্টেশনের নাম জয়হিন্দ বিমানবন্দর রাখার প্রস্তাব এসেছে।

আরও পড়ুন: ফের শুরু রেশন কার্ড জালিয়াতি, নয়া নির্দেশিকা জারি রাজ্যের, হুঁশিয়ারি দিল কেন্দ্রও!

প্রসঙ্গত, মেট্রোর চিফ অপারেশন ম‌্যানেজারের জয়হিন্দ প্ল্যাটফর্মের নাম জয়হিন্দ বিমানবন্দর করার দাবি জানিয়েছেন কারণ দুটি মেট্রো রুট সংযোগ করবে এটি। একটি, নোয়াপড়া চলে যাবে। আরও একটি, কবি সুভাষ বা নিউ গড়িয়ার দিকে দৌড়োবে। আবার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই মেট্রো ধরা যাবে। সকলের সুবিধার জন্য এই স্টেশনের নাম জয়হিন্দ বিমানবন্দর করে দেওয়ার প্রস্তাব এসেছে। মাটির নিচে এশিয়ার বৃহত্তম আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন হচ্ছে এটি। এবার দেখা যাক, রেল এইনামে শিলমোহর বসায় কিনা।

সঙ্গে থাকুন ➥