রবিবাররেও সাত সকাল থেকে চলবে মেট্রো, কোন কোন রুটে? আপডেট দিল মেট্রো কর্তৃপক্ষ

East West Metro, Kolkata Metro

রবিবাররেও সাত সকাল থেকে চলবে মেট্রো, কোন কোন রুটে? আপডেট দিল মেট্রো কর্তৃপক্ষ

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ রোজকার যাতায়াতে সময় বাঁচাতে হোক বা আরামদায়ক সফর করতে কলকাতায় মেট্রোর (Kolkata Metro) জুড়ি মেলা ভার। বিশেষ করে যদি কোনো জরুরি কাজ কিংবা পরীক্ষা থাকে তাহলে দ্রুত গন্তব্যে পৌঁছাতে মেট্রোই ভরসা। কিন্তু গোটা সপ্তাহ যাত্রীদের জন্য ডিউটি করলেও রবিতে খানিক বিশ্রাম পায় মেট্রো পরিষেবা। কর্মদিবসের তুলনায় যেমন ট্রেনের সংখ্যা কমে তেমনি বিভিন্ন রক্ষনাবেক্ষণের কাজও চলে। কিন্তু আসন্ন রবিবার রয়েছে ইউইপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা (UPSC Preliminary Exam)। তাই আগেভাগেই বড় ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ।

UPSC Preliminary পরীক্ষার জন্য চলবে অতিরিক্ত মেট্রো | Sunday Kolkata Mero Timetable

কলকাতা মেট্রো সূত্রে জানানো হয়েছে, আগামী ২৫ তারিখ অর্থাৎ রবিবার সকাল ৯ টার বদলে ৭টা থেকেই শুরু হবে ট্রেন চলাকাল। সাধারণ কর্মদিবসে যেমন ট্রেন থাকে তেমনই থাকবে। আপ লাইনে ৬৯টি ও ডাউন লাইনে ৬৯টি মিলিয়ে এদিন মোট ১৩৮টি মেট্রো চলবে। অর্থাৎ পরীক্ষার্থীরা যাতে নিবিঘ্নে সময় থাকতে নিজেদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেন তা নিশ্চিত করতে চায় মেট্রো।

কি জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ?

মেট্রো আধিকারিকদের মতে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে রবিবার সকাল ৯ টায় মেট্রো চলাচল শুরু হত তবে সেটা এদিন ৭টা থেকেই শুরু হবে। তবে রাত্রে শেষ মেট্রো ছাড়ার সময় কিন্তু বদলায়নি। অন্যদিনের মত কবি সুভাষ থেকে দক্ষিনেশ্বের শেষ মেট্রো রাত্রি ৯টা ২৭ মিনিটে ছাড়বে। এদিকে ৯টা ৩৩ মিনিটে ছাড়বে দক্ষিনেশ্বের থেকে কবি সুভাষ যাওয়ার মেট্রো। আর কবি সুভাষ থেকে দমদম যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯ টা ৪০ মিনিটে।

প্রসঙ্গত, প্রতিবছর গড়ে ১৩ লক্ষ প্রার্থীরা ইউপিএসসি পরীক্ষার জন্য রেজিস্টার করেন। তবে এর মধ্যে অর্ধেক পরীক্ষায় দিতে যান না। অর্থাৎ ৫০% পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়। যার অর্থ সাড়ে ৬ লক্ষের কাছাকাছি প্রার্থীরা পরীক্ষা দেন। যার মধ্যে মাত্র ১০,০০০ থেকে ১৫,০০০ জনই পাশ করে ও মেনসের জন্য যোগ্য হয়। আর শেষমেষ মাত্র ৭০০-১২০০ জন সিলেক্টেড হন।

সঙ্গে থাকুন ➥