পুর কর্মীদের জন্য দারুণ খবর! বাড়ল বেতন সাথে মিলবে বকেয়াও, বড় ঘোষণা কলকাতা পুরসভার

KMC Salary Hike Announced for empoyees

পুর কর্মীদের জন্য দারুণ খবর! বাড়ল বেতন সাথে মিলবে বকেয়াও, বড় ঘোষণা কলকাতা পুরসভার

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আজ অক্ষয় তৃতীয়ার দিনে কলকাতা পুরসভার কর্মীদের জন্য এল দারুণ খবর। আচমকা অনেকটাই বাড়ানো হল তাঁদের বেতন। বিশেষ করে চুক্তিভিত্তিক কর্মীরা এবার আরও বেশি উপকৃত হবেন। নতুন বেতন কাঠামো কার্যকর হবে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকেই। ফলে মাইনে তো বাড়ছেই সাথে বিগত কয়েক মাসের বকেয়া টাকাও কর্মীদের অ্যাকাউন্টে জমা হবে। কাদের ও কত টাকা বাড়ল বেতন? জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

মাইনে বাড়ল কলকাতা পুরসভার কর্মীদের

যেমনটা যান যাচ্ছে, কলকাতা পুরসভার নিরাপত্তারক্ষী থেকে শুরু করে সাফাইকর্মী, অস্ত্রধারী নিরাপত্তারক্ষী, সহকারী নিরাপত্তা আধিকারিক, কম্পিউটার অপারেটর-সহ চুক্তিভিত্তিক কর্মীদের ন্যূনতম বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল বেতনের উপর ২.৫৯% হারে এই বৃদ্ধি হয়েছে। অর্থাৎ, যাঁরা এতদিন অস্থায়ী বা চুক্তিভিত্তিক পদে কাজ করছিলেন, তাঁদের বেসিক পে বদলে যেতে চলেছে।

এই সিদ্ধান্তের ফলে সহকারী নিরাপত্তা আধিকারিক, ‘হাই স্কিলড’ ক্যাটাগরির অস্ত্রধারী নিরাপত্তারক্ষী, ‘স্কিলড’ ক্যাটাগরির কম্পিউটার অপারেটর, ‘সেমি স্কিলড’ লিফট অপারেটর, সুপারভাইজার, সাধারণ নিরাপত্তারক্ষী, সাফাইকর্মী-সব অস্থায়ী পদে বেতন বাড়ছে। এতে উপকৃত হবেন কয়েক হাজার কর্মী।

থাকছে বাড়তি সুযোগ-সুবিধাও

শুধুই বেতন বৃদ্ধি নয়, সঙ্গে আরও কিছু সুবিধা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ESI বাবদ ৩.২৫%, EPF বাবদ ১২% এবং ELI বাবদ ০.৫০% অতিরিক্ত খরচ হবে। প্রশাসনিক খরচ বাবদও ০.৫০% বরাদ্দ করা হয়েছে। ফলে কর্মীদের সামাজিক সুরক্ষার দিকটিও আরও মজবুত হচ্ছে।

আরও পড়ুনঃ ১৯ দিন চলবে না ২০০ লোকাল, হাওড়া লাইনে যাত্রী দুর্ভোগের আশঙ্কা, দেখুন বাতিল ট্রেনের তালিকা

১৩ লক্ষের খরচ বাড়ল প্রসাশনের

বেতন বৃদ্ধির ফলে কলকাতা পুর প্রশাসনের মাসিক খরচ প্রায় ১৩ লক্ষ টাকা বাড়বে। তবে, কর্মীদের মনোবল ও জীবনযাত্রার মান বাড়াতে এই সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তাছাড়া ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই পদক্ষেপ কর্মীদের জন্য বড় প্রেরণা হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

সঙ্গে থাকুন ➥