IPL ম্যাচ দেখতে হলেও দিতে হবে ট্যাক্স, কত টাকা? প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুরসভা

Kolkata Municipality Might impost Entertainment Tax on IPL Tickets

IPL ম্যাচ দেখতে হলেও দিতে হবে ট্যাক্স, কত টাকা? প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুরসভা

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আর কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে আইপিএল ২০২৫। কলকাতার ইডেন গার্ডেন্সের মাঠেই রয়েছে প্রথম ম্যাচ, যেখানে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জর্স ব্যাঙ্গালোর। বৃষ্টির আবহাওয়াকে উপেক্ষা করে এই ম্যাচ দেখার জন্য রীতিমত উপচে পড়ছে ভিড়। এরই মাঝে জানা গেল আইপিএলের ম্যাচ দেখার টিকিটে (IPL Tickets) দিতে হতে পারে এন্টারটেনমেন্ট ট্যাক্স।

কলকাতায় আইপিএল দেখতে হলে দিতে হবে বিনোদন কর

হ্যাঁ ঠিকই দেখছেন, সম্প্রতি প্রতিটা শীতের জন্য আলাদা করে ট্যাক্স লাগানোর প্রস্তব দিয়েছেন ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিস্বরূপ দে। আজ অর্থাৎ সবিবার পুরসভার মাসিক অধিবেশনে এই প্রস্তাব রেখেছেন তিনি। তাঁর মতে, IPL আসলে একটি বিনোদন যুক্ত প্রফেশনাল ক্রিকেট লীগ তাছাড়া আন্তর্জাতিক ক্রিকেট থেকে  আর্থিকভাবেও অনেকটা বেশি সমৃদ্ধ তাই এক্ষেত্রে আলাদা করে কর চাপানো যেতেই পারে।

সিট পিছু কত টাকা ট্যাক্স দিতে হবে?

যেমনটা জানা যাচ্ছে ম্যাচ দেখতে এলে টিকিট কাটার সময়ে প্রতিটি সিটের জন্য আলাদা করে ৫০ টাকা করে বিনোদন ট্যাক্স চাপানো উচিত বলে জানাচ্ছেন তিনি। কারণ হিসাবে জানানো হচ্ছে, ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে B ও L ব্লকের টিকিটের দাম ৫,০০০ টাকা করা হয়েছে, যেটা আগে কখনোই ছিল না। একইভাবে আন্তর্জাতিক ক্রিটিকে ক্ষেত্রেও ক্লাব হাউসের বা প্রিমিয়াম টিকিটের কোনো মূল্য ছিল না। তবু IPL এ এর জন্য ৬,০০০ থেকে ১০,০০০ টাকা করে টিকিট ধর্য্য করা হয়েছে  বলে অভিযোগ করেছেন সিএবির প্রাক্তন সচিব।

বিধায়কের প্রস্তাবে সম্মতি দিয়েছেন মেয়র পারিষদের দেবাশীষ কুমার। তাঁর মতে, বিশ্বরূপ দের প্রস্তাবের সাথে একেবারে একমত। এই বিষয়ে কলকাতা পুরসভার তরফ থেকে সংশ্লিষ্ঠ সংস্থার সাথে আলোচনাও করা হচ্ছে বলে জানিয়ে দেন তিনি।

আরও পড়ুনঃ ২৭০০ পদে টিচার নিয়োগ, বিজ্ঞপ্তি জারি পশ্চিমবঙ্গ সরকারের! কারা পাবেন সুযোগ?

প্রসঙ্গত, কলকাতা পুরসভার বিধিতে ২০২৪-২৫ সালের বিনোদন করে তালিকা রয়েছে। সেখানে সি ক্যাটেগরির আউটডোর গেমের মধ্যে ক্রিকেটের জন্য ১৫ টাকা কর ধার্য করা হয়েছে। সেই হিসাবে কলকাতায় আন্তর্জাতিক মানের খেলা হলে বিনোদন কর নেওয়া হয়। তাই IPL এর ক্ষেত্রে এর ব্যতিক্রম কেন হবে? এই প্রশ্ন তুলেই কর চাপানোর দাবি জানান বিধায়ক।

সঙ্গে থাকুন ➥