Arijit

নিলামে শেষ মুহূর্তে কীভাবে বাজিমাত করল কেকেআর! পরিকল্পনা শোনালেন কেকেআর কর্তারা

এবারের নিলামে কলকাতা নাইট রাইডার্স এর পারফরমেন্স দেখার পর অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা বলতে শুরু করেছে নিলাম টেবিলে কার্যত টি-টোয়েন্টি ম্যাচ খেললো কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। প্রথমের দিকে নিজেদের সব উইকেট বাঁচিয়ে শেষের দিকে ধামাকাদার ব্যাটিং করল কেকেআর টিম ম্যানেজমেন্ট।

   

কেকেআর কর্তারা অবশ্য নিজেদেরই পারফরমেন্সকে টি-টোয়েন্টি ম্যাচের থেকে কোন অংশে কম দেখছেন না। সব মিলিয়ে কেকেআর কর্তারা নিজেদের পারফরম্যান্সে খুবই খুশি। নিলামের দ্বিতীয় দিনের শেষ রাউন্ডে পর পর স্যাম বিলিংস, মহম্মদ নবি, টিম সাউদি, উমেশ যাদবের মতো তারকাকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

কিভাবে শেষ মুহূর্তে এমন সুন্দর দল গড়লেন। এই বিষয়ে বলতে গিয়ে কেকেআরের ম্যানেজিং ডিরেক্টর বেঙ্কি মাইসোর বলেছেন, “এটা আমার চতুর্থ বড় নিলাম। এত দিনে অনেক অভিজ্ঞতা হয়েছে। তাই নিলাম টেবিলে কী ভাবে নিজের আবেগ উত্তেজনা নিয়ন্ত্রেণে রাখতে হয় তা শিখে গিয়েছি। প্রথমের দিকে অনেক ক্রিকেটারের জন্য বিড করার লোভ সামলাতে হয়েছে। যাদের আমাদের দরকার তাদের জন্য অপেক্ষা করেছি। তার জন্যই হয়তো শেষ দিকে বেশ কিছু ক্রিকেটারকে কিনতে পেরেছি।’’