Koushani Mukherjee

Moumita

‘আমরা মন্দিরের ঘণ্টার মত, যে পারে বাজিয়ে চলে যায়’, বিষ্ফোরক মন্তব্য কৌশানীর

আগামী ১৭ ফেব্রুয়ারি বাংলায় মুক্তি পাচ্ছে ‘ডাল বাটি চুর্মা’। ছবিটি প্রযোজনা করছেন নায়িকা বনি সেনগুপ্ত (Bonny Sengupta) কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। আর ছবি মুক্তির আগের দিনই সংবাদমাধ্যমের সামনে খোলামেলা আড্ডায় বসেছিলেন তিনি। ‌সাক্ষাতকারে জানালেন, ঠিক কতটা দায়িত্ব নিয়ে কাজ করতে হয়েছে তাকে।

   

যদিও ছবি মুক্তির আগে এখনও পর্যন্ত নানা ধরণের প্রতিক্রিয়া পেয়েছেন অভিনেত্রী। দীর্ঘদিনের কেরিয়ারে একাধিক ছবিতে অভিনয় করলেও, প্রযোজক হিসেবে এটাই তাদের প্রথম ছবি। তাই এই ছবিকে নিয়ে যে, আলাদা অনুভুতি কাজ করবে, সেটা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, সাম্প্রতিক এই সাক্ষাৎকারে কৌশানী জানিয়েছেন, অন্যান্য ছবিগুলি তাকে অভিনেত্রী কৌশানী তৈরি করেছে। তবে এই ছবির ক্ষেত্রে বিষয়টা আলাদা। এরপরই তার দিকে প্রশ্ন ধেয়ে যায় যে, ইন্ডাস্ট্রিতে নায়ক-নায়িকাদের পারিশ্রমিকে বৈষম্যের কথা বেশ শোনা যায়। এখন প্রযোজক হয়ে এ বিষয়ে কী ভেবেছেন তিনি?

কৌশানীর বক্তব্য বাকিরা কি করবে সেই নিয়ে তিনি মন্তব্য করতে চাননা। তবে পারিশ্রমিকের বিষয়টা তার বড়ো চোখে লাগে। একজন প্রযোজক হিসেবে তিনি সবসময়ই যথাযথ পারিশ্রমিক দেওয়ার চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তিনি এটাও স্পষ্ট করেন, তিনি নিজেও এই বৈষম্যের শিকার হয়েছেন।

টলিউড,বিনোদন,গসিপ,কৌশানী মুখোপাধ্যায়,বনি সেনগুপ্ত,ডাল বাটি চূর্মা,Tollywood,Entertainment,Gossip,Bonny Sengupta,Daal Bati Churma,Koushani Mukharjee

পাশাপাশি এটাও জানান যে, ইতিমধ্যেই তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য শুরু হয়ে গিয়েছে। কৌশানির কথায় ‘শুনেছি পিছনে অনেকে বলছেন, দেখব কত দিন চালাতে পারে। দেখব ছবিটা কী দাঁড়ায়’! তাই অভিনেত্রীর নিজের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ। সেইসাথে অভিনেত্রীর সংযোজন ‘আমার মনে হয় ছবিটা দর্শকের ভাল লাগবে।’

একইসাথে ছবি ভালো লাগার বিষয়ে কৌশানীর বক্তব্য, ‘আমরা আসলে মন্দিরের ঘণ্টা, যে পারে এসে বাজিয়ে চলে যায়। পাবলিক ফিগার হওয়া মানেই অলিখিত ঘোষণা, যে যেমন খুশি কথা বলতে পারে।’ এই কথার দ্বারা তিনি যে, ট্রোলারদেরই আক্রমণ করলেন সেটা বলাই বাহুল্য।