Koushik Dutta

কমে গিয়েছে রুগীর সংখ্যা, বন্ধ হয়ে যাচ্ছে দেশের সবথেকে বড় করোনা হাসপাতাল

১০ হাজার বেডের কোভিড হাসপাতাল নির্মাণ করে নজির গড়েছিল কর্ণাটকের সরকার। এক সময় হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছিল ৯ হাজার বেড। সেখান থেকে এখন ১০০ রুগীও নেই দেশের বৃহত্তম করোনা হাসপাতালে। তাই এই হাসপাতালে তালা ঝুলিয়ে দেওয়ার ব্যাপারে কথা হয়ে বলে জানা যাচ্ছে। এখানে চিকিৎসার জন্য ব্যবহৃত বেড এবং অন্যান্য সরঞ্জাম অন্যত্র পাঠিয়ে দেওয়া হতে পারে। এই হাসপাতালে মূলত উপসর্গহীন, মৃদু উপসর্গ যুক্ত রুগীদের রাখা হতো।