Khelna Bari

anita

হাজার চেষ্টা করেও রক্ষা হল না, শেষ খেলনা বাড়ি! সিরিয়ালের অন্তিমপর্বের শুটিংয়ে কেঁদে আকুল মিতুল

নিউজশর্ট ডেস্কঃ নতুনকে জায়গা দিতে পুরনোকে জায়গা ছাড়তে হয়, এই একই নিয়মে এখন টেলিভিশনের পর্দায় প্রায় প্রতি মাসেই শেষ হয়ে যাচ্ছে কোন না কোন বাংলা সিরিয়াল। এবার এই তালিকায় নাম লেখাল জী বাংলার (Zee Bangla) জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। শুরু থেকেই টিআরপি তালিকায় দারুণ ফল করেছে এই সিরিয়ালটি। ধারাবাহিকে প্রধান নায়িকা মিতুল (Mitul) পালের চরিত্রে আরাত্রিকা মাইতির (Aratrika Maity) অভিনয় শুরু থেকেই মন জয় করে নিয়েছে দর্শকদের।

   

তাই ঘূর্ণির মিতুল পাল এখন দর্শকদের ঘরের মেয়ে। কারও কাছে আবার মিতুল মা’ও হয়ে উঠেছেন সে। দেখতে দেখতে  ইতিমধ্যেই শেষ হয়েছে খেলনা বাড়ির অন্তিম পর্বের শুটিং। শেষদিনের শুটিংয়ে চোখ জলে ভরে উঠেছিল পর্দার মিতুল অভিনেত্রী আরাত্রিকার। শেষ বার পর্দার মিতুল হয়ে ওঠার মেকআপ নিতে নিতে সম্প্রতি সংবাদমাধ্যমের সাথে একান্ত সাক্ষাৎকারে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অভিনেত্রী।

চোখে জল নিয়ে এদিন আরাত্রিকা বলেছেন ‘অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এতদিনের একটা জার্নি। এই স্টুডিও-তে এর আগে অনেক সেট ভেঙেছে-গড়েছে, কিন্তু এই ইমোশনটা একদম অন্যরকম। ৫০০ এপিসোড, কম বড় মাইলস্টোন নয়। যেখানে আজকাল মাত্র কয়েকমাসেই সিরিয়াল শেষ হয়ে যাচ্ছে।’

বাংলা সিরিয়াল,Bengali Serial,খেলনা বাড়ি,Khelna Bari,মিতুল,Mitul,বাংলা খবর,Bangla Khobor,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,Bengali Khobor,Bangla,Bengali

সেইসাথে অভিনেত্রীর সংযোজন ‘এতগুলো বছরের বন্ডিংই সবচেয়ে বেশি ম্যাটার করে। টিভির পর্দায় যে সম্পর্কটা দেখা যায়, অফস্ক্রিনে সেটা ততটাই মজবুত। সকাল থেকে রাত অবধি এই ফ্লোরে কেটেছে, মনে হয়নি আমরা কাজ করছি। এটা পরিবার।’ মিতুল চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে গলা বুজে আসে নায়িকার।

বাংলা সিরিয়াল,Bengali Serial,খেলনা বাড়ি,Khelna Bari,মিতুল,Mitul,বাংলা খবর,Bangla Khobor,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,Bengali Khobor,Bangla,Bengali

আরাত্রিকা থেকে মিতুল হওয়ার জার্নি প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন ‘মিতুল আমার কাছে কী! আমি নিশ্চিত সেটা দর্শক বুঝতে পারে।এখন আরাত্রিকা মিতুল হয়ে গিয়েছে। যখন খবর পেলাম, খেলনা বাড়ি শেষ হচ্ছে, তখন প্রথম যে কথাটা মাথায় আসে, যে মিতুল চরিত্রটা আর আমার সঙ্গে থাকবে না। এই  অনুভূতি সত্যি বলে বোঝাতে পারব না। আমাকে আর ফ্লোরে কেউ ডাকবে না, মিতুল শটটা দিয়ে যা। আমি চরিত্রটার সঙ্গে একাত্ম হয়ে গিয়েছি। আগামিকাল থেকে আমি আর মিতুল সাজব না! এভাবে চুল বাঁধব না.. ভেবেই খুব ইমোশান্যাল হয়ে যাচ্ছি’।

মিতুল চরিএটা নিয়ে গুগলির মিতুল মা বলেছেন ‘এটা খুব ম্যাচিউর একটা চরিত্র। তবে একইরকমভাবে প্রাণোচ্ছ্বল একটা মেয়ে মিতুল। মিতুলের সবচেয়ে বড় ইউনিকনেস হল, ও আর পাঁচটা হিরোইনের মতো নয়। মিতুল সবার বাড়ির মেয়ে। এটাই আমার সবচেয়ে বড় পাওনা। মিতুল তো এখন সবার মা। মায়ের চরিত্রটা এভাবে ফিল করব সেটা আগে বুঝতে পারিনি।’