বেইরুত বিস্ফোরণের জের। রাতারাতি ইস্তফা দিয়ে দিল লেবাননের সরকার৷ মাসখানেক পরেই সেখানে নির্বাচন হওয়ার কথা। আপাতত প্রাক্তন প্রধানমন্ত্রী দিয়াবের সরকারই থাকবে ‘কেয়ারটেকার সরকার’ হিসেবে। যদিও বড় কোনও সিদ্ধান্ত নিতে পারবে না তারা। সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদের ফলেই যে এই বৃহৎ পরিবর্তন তা বলাই বাহুল্য।
Published By,