Bengali Serial

anita

Bengali Serial: লীনা গাঙ্গুলির ছাত্রী-স্যারের সম্পর্ক এবার ‘মিঠিঝোরা’য়! ফিরছে মোহর-শঙ্খর স্মৃতি

নিউজ শর্ট ডেস্ক: এই মুহূর্তে বাংলা সিরিয়ালের (Bengali Serial) অত্যন্ত জনপ্রিয় একজন লিখিত হলেন লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly)। তবে দর্শকমহলে তাঁর সিরিয়ালের যেমন জনপ্রিয়তা আছে তেমনি এই সমস্ত সিরিয়াল নিয়ে হামেশাই চলতে থাকে নানান ধরনের ট্রোলিং। আসলে তাঁর লেখা অধিকাংশ ধারাবাহিকেই দেখা যায় ছাত্রী এবং স্যারের সম্পর্কের এক দারুন সুন্দর টক-ঝাল-মিষ্টি রসায়ন।

   

বিশেষ করে স্টার জলসার ‘মোহর’ (Mohor) ধারাবাহিকে কলেজের প্রফেসার শঙ্খ (Shankha) স্যারের সাথে তার ছাত্রী মোহরের প্রেমের কাহিনী আজও চোখে লেগে রয়েছে বাংলা সিরিয়ালের দর্শকদের। সুপারহিট এই মেগা সিরিয়ালে নায়িকা মোহরের ভূমিকায় অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী সোনামনি সাহা আর তাঁর বিপরীতে শঙ্খর  ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতা প্রতীক সেনকে।

আর এবার সিরিয়ালে মোহর-শঙ্খ  জুটির সেই পুরনো খুনসুটি আর রসায়ন যেন আরও একবার ফিরে পেয়েছেন দর্শক। তিন বোনের কাহিনী নিয়ে কিছুদিন আগেই জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ধারাবাহিকে এখন শৌর্যের সাথে বিয়ের চক্করে জীবন একপ্রকার দুর্বিসহ হয়ে উঠেছে দুই বোন রাই এবং নীলুর।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠিঝোরা,Mithijhora,স্রোত,Srot,সার্থক,Sarthak,লীনা গাঙ্গুলি,Leena Ganguly,মোহর,Mohor,শঙ্খ,Shankha,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

অন্যদিকে এখন এই সিরিয়ালের ফোকাস এসে পড়েছে রাই আর নীলুর ছোট বোন স্রোতের (Srot) ওপর। ইতিমধ্যেই ধারাবাহিকে স্ট্রোতের ডাক্তারি কলেজে এন্ট্রি হয়েছে প্রফেসর সার্থকের (Sarthak)। আগামী দিনে সম্ভবত এই স্যারই হতে চলেছেন স্রোতের নায়ক। ধারাবাহিকে ইতিমধ্যেই দেখা গিয়েছে ফিল্মি স্টাইলে ধাক্কা খাওয়ায় স্রোতকে ওমেক কথা শুনিয়েছে সার্থক স্যার।

আরও পড়ুন: বর্ষার বিয়ে হতেই ফুলকি ছেড়ে ধানু উকিল এল দত্তবাড়ি! আবার ফিরছে শুভ আলোকার জুটি?

তবে স্রো-ও  বিনা দোষে কথা শোনার মেয়ে নয়। তাই সেও উল্টে স্যারকেও দু’কথা শুনিয়ে দিয়েছে। তবে স্রোতের স্যারের এই খুনসুটি আর ঝগড়া দেখে এদিন বেশ মজা পেয়েছে স্রোতের বন্ধুরা। আর দর্শকরা যেন ফিরে চেয়েছেন লীনা গাঙ্গুলির মোহর-শঙ্খর স্মৃতি।