Arijit

ফের বিতর্ক! অজানা কারণে হটাৎই ১০ বছর পর ইস্তফা দিলেন বিসিসিআই মেডিকেল চিফ

কয়েকদিন আগে ওয়ানডে ফরমেটে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। যা নিয়ে তৈরি হয়েছিল তীব্র বিতর্ক। সেই বিতর্কের রেশ এখনো পর্যন্ত কাটেনি। আর এরই মধ্যে ফের ভারতীয় ক্রিকেটে সামান্য বিতর্ক। ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব থেকে ইস্তফা দিলেন বিসিসিআইয়ের প্রধান মেডিকেল অফিসার অভিজিৎ সালভি।

   

এই অভিজিৎ সালভি দীর্ঘ 10 বছর ধরে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত আছেন। দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটারদের চিকিৎসার সমস্ত দায়িত্ব তার হাতে ছিল। কিন্তু করোনার পর থেকে তার কাজের চাপ অনেক গুণে বেড়ে যায়। অন্যান্য চিকিৎসকদের মতোই ক্রিড়া ক্ষেত্রে যুক্ত থাকার কারণে অভিজিৎ সালভির কাজের চাপ বহু গুণে বেড়ে যায়। শেষমেষ ক্লান্ত হয়ে ভারতীয় দলের দায়িত্ব থেকে ইস্তফা দিলেন বিসিসিআইয়ের প্রধান মেডিকেল অফিসার অভিজিৎ সালভি।

সংবাদ সংস্থাকে সালভি জানিয়েছেন, ” দীর্ঘ 10 বছর ধরে আমি বিসিসিআইয়ের সঙ্গে যুক্ত রয়েছি। আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য বিসিসিআইকে ধন্যবাদ। করোনার সময় খুব চাপ ছিল। করোনার সময় এটা 24 ঘন্টা ব্যাপী কাজে পরিণত হয়েছিল। যার কারণে নিজের এবং পরিবারের জন্য সামান্যতম সময়টুকুও বের করতে পারছিলাম না। অবশেষে ক্লান্ত হয়ে এই পদ থেকে সরে দাঁড়ালাম।”

উল্লেখ্য, বিসিসিআইয়ের বয়স নির্ণয়, অ্যান্টি ডোপিং এবং মেডিক্যাল বিভাগের দায়িত্বে ছিলেন অভিজিৎ সালভি। করোনাকালে তিনি ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা সফরেও গিয়ে ছিলেন। এছাড়া বিসিসিআইয়ের আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর তত্ত্বাবধানেই মেডিক্যাল বিভাগ সংক্রান্ত নিরাপত্তা বলয় তৈরি হয়েছিল।