Papiya Paul

এই ফুলের চা খেলে হবে লিভার চাঙ্গা! রোজ দুই বেলা চুমুক দিলে বাড়বে হজমশক্তি

নিউজশর্ট ডেস্ক: বর্তমান সময়ে মানুষের জীবনধারা যে হারে বদলাচ্ছে যার ফলে নানা রকম রোগের সমস্যায় ভুগছেন সাধারণ মানুষেরা। খাদ্যাভ্যাসের পরিবর্তন, রোজগারের রুটিন, অফিসের ব্যস্ততা সমস্ত কিছুর ওপর ভিত্তি করেই শরীরে নানা রকমের রোগের সৃষ্টি হচ্ছে। তেমনি একটি রোগ হলো লিভারের সমস্যা(Liver Problem)।

   

বহু মানুষ এখন এই রোগে ভোগেন। একটু বেশি মশলাদার খাবার খেলেই পেটের নানা সমস্যা শুরু হয়ে যায়। আর তখনই হয় ওষুধ খেতে হয়, নয়তো যেতে হয় ডাক্তারের কাছে। তবে এবার এই সমস্যা সমাধান চলে এসেছে। একটি বিশেষ ফুলের চা খেলে আপনার লিভার সুস্থ থাকবে।

রোজ সকালে ও বিকালে এই চা খেলে লিভার থাকবে চাঙ্গা। এর সঙ্গে খাবার হজম করার শক্তি বাড়বে। কি সেই ফুল? এই ফুলটি হল গাঁদা ফুল(Marigold)। এরমধ্যে প্রচুর পরিমাণে এন্টিঅক্সিডেন্ট রয়েছে। যেটি লিভারের ক্ষতিকর পদার্থ শরীর থেকে বার করতে সাহায্য করে।

আরও পড়ুন: কম পয়সার জিনিসে বিরাট কামাল, শুধু রান্না নয়, এই ৫ কাজেও নুন লাগে

কিভাবে তৈরি করবেন এই চা? এর জন্য প্রথমে আপনাকে গাঁদা ফুলের কিছু পাঁপড়ি ছিঁড়ে নিয়ে রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে। এরপর ১ কাপ জল ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই ফুটন্ত জলের মধ্যে ১ টেবিল চামচ শুকনো পাঁপড়ি দিয়ে দিন। এরপরে ঢাকা দিয়ে অল্প আঁচের মধ্যে ৮-১০ মিনিট রেখে দিন। এরপরে ওভেন থেকে নামিয়ে পাঁপড়িগুলোকে ছেঁকে ১ চা চামচ মধু মিশিয়ে দিলেই তৈরী গাঁদা ফুলের চা।