বলিউড,বিনোদন,গসিপ,বয়কট,বিজয় দেবরাকোন্ডা,সাক্ষাৎকার,Bollywood,Entertainment,Gossip,Interview,Boycott,Vijay Devrakonda

Moumita

‘একটা ছবি শুধু অভিনেতা বা পরিচালকের নয়, হাজার মানুষের কর্মসংস্থান’, বয়কট বলিউড প্রসঙ্গে মুখ খুললেন দক্ষিণী তারকা বিজয়

বিগত কয়েক মাস ধরেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘বয়কট বলিউড’। আর এই ট্রেন্ড যেভাবে গতি নিচ্ছে তাতে করে কার্যত অশনি সংকেত দেখছে গোটা ইন্ডাস্ট্রি। বিশেষ করে করিনা এবং আমির খানের বিতর্কিত মন্তব্য সামনে আসার পর থেকে ফুঁসছে গোটা দেশ। তবে এবার শুধু খানেরাই নয় অক্ষয় কুমারের মতো সুপারস্টারের ছবিও বক্স অফিসে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এবার এই ভরাডুবি দেখে রীতিমত উদ্বিগ্ন তারকারা।

   

বলিউডের বিরুদ্ধে মানুষের অভিযোগের তালিকা অনেক বড়ো। যেখানে বলিউড চাইলেই ভারতীয় সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরতে পারতো, সেখানে ঠিক উল্টোটা করেছে এই ইন্ডাস্ট্রি, এমনটাই দাবি ভারতীয় দর্শকদের। মানুষের অভিযোগ, দিনদিন ভারতের সংস্কৃতিকে বিকৃত করেছে এই ইন্ডাস্ট্রি।

আর তাই এবার নেপোটিজম, ড্রাগ অ্যাডিকশন, অপসংস্কৃতি এসবের যোগ্য জবাব দিতে গোটা ইন্ডাস্ট্রিকেই বয়কট করে দিচ্ছে জনতা। তবে এই বিষয়ে চুপ করে নেই বি টাউনও। প্রায় দিনই কেউ না কেউ এই বয়কট ট্রেন্ডের বিরুদ্ধে পালটা জবাব দিচ্ছেন। ইতিমধ্যেই সামনে এসেছে অর্জুন কাপুর, একতা কাপুর, তাপসী পান্নু মতো বিশিষ্ট তারকাদের প্রতিক্রিয়া।

বলিউড,বিনোদন,গসিপ,বয়কট,বিজয় দেবরাকোন্ডা,সাক্ষাৎকার,Bollywood,Entertainment,Gossip,Interview,Boycott,Vijay Devrakonda

আর এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ‘লাইগার’ খ্যাত বিজয় দেবরাকোন্ডা। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাথে আলাপচারিতার সময় দক্ষিণী সুপারস্টার বলেন, “একটি ছবির সেটে অভিনেতা এবং পরিচালক ছাড়াও আরও অনেকে জড়িত থাকে। অভিনেতা সহ আরও ২০০-৩০০ স্টাফ কাজ করে একটি ছবিতে। এই ছবিগুলি অনেক মানুষের কর্মসংস্থান। অনেকের রুজি রোজগারের জায়গা”।

এরসাথে তিনি আরো যোগ করে বলেন, “যখন কেউ একটি ছবি বয়কট করার সিদ্ধান্ত নেয় তখন শুধু আমির খানকেই প্রভাবিত করছে এমন নয়। হাজার হাজার পরিবারকেও প্রভাবিত করছে যারা নিজেদের কাজ বা জীবিকা হারাচ্ছে। বিজয়ের কথায়, “আমির স্যার এমন একজন যিনি ভিড়কে থিয়েটারে টেনে আনেন। আমি নিশ্চিত নই কেন এই বয়কটের ডাকটি উঠেছে, তবে নিশ্চয় কোনো ভুল বোঝাবুঝির জন্য এটি ঘটছে।”

প্রসঙ্গত উল্লেখ্য, বলিউডের বিরুদ্ধে প্রথম সুর চড়েছিলো প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই। সেই সময় থেকেই আগুনের মত ছড়াচ্ছে নেপোটিজমের বিরুদ্ধে জনমত। আর সেই আগুনেই ঘি ঢালার কাজ করেছে আমির করিনার বিতর্কিত মন্তব্য। বেশ কিছু সময় আগে আমির খান বলেছিলেন এই ভারত নাকি আর বসবাসের উপযোগী নয়, তার তৎকালীন স্ত্রী ভয় পাচ্ছে এই দেশে থাকতে। এদিকে করিনা জনতাকে চোখ রাঙিয়ে বলেছিলেন যে, কেউ কাউকে ছবি দেখতে জোর করছেনা। এরপর থেকেই এইসব মন্তব্যের প্রতুত্তর বলিউড ছবি বয়কট করেই দিচ্ছেন দর্শকরা।