কনে,বিয়ের সাজগোজ,বিভিন্ন দেশের বিয়ের সাজগোজ,Bride,Marriage attire,Various Countries Marriage attire,রোমানিয়ার কনে,দক্ষিণ আফ্রিকার কনে,Romania Bride,South Africa Bride

Moumita

বেনারসী ছাড়াও অন্য পোশাকে বিয়ের পিঁড়িতে বসেন কনেরা, রইল ৮ টি দেশের নববধূদের আকর্ষণীয় সাজ

ভারতে আজকাল চলছে বিয়ের মরশুম । হাসি, মজা, এবং আনন্দে ভরপুর থাকে চারিদিক। আর ভারতীয় বিয়ে মানেই নানা স্বাদের আহার। কতরকম যে আহারের বাহারে ভরে থাকে বিয়েবাড়ি তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু বিয়েবাড়ির আরেক আকর্ষন হলো বিয়ের কনে। রংবাহারি পোশাক আর সদ্য কেনা গহনার ঝলকে কনের রূপই বদলে যায় তখন, সাক্ষাৎ দেবলোক থেকে নেমে আসা অপ্সরা বললেও বোধ হয় খুব ভুল বলা হবেনা।

   

কিন্তু ভারতীয় কনেদের আড়ম্বর তো আমরা সবাই দেখেছি, কিন্তু সারাবিশ্বের কনেদের কিরকম চলে সাজপোশাক? চলুন এক লহমায় দেখে নিই বিশ্বব্যাপী এই লাস্যময়ীদের।

১)রোমানিয়ার কনেঃ- ইউরোপীয় দেশ রোমানিয়াতে কনে তার বিয়ের দিনে সাদা কালো এবং লাল রঙের সংমিশ্রনে তৈরি বেশ জাঁকজমক পূর্ন একটি গাউন পরে। এছাড়া তার গলাতেও থাকে মনোহরী গহনা। এছাড়া বিয়ের সময় তাদের চুল বাঁধার স্টাইলও সম্পূর্ন অন্যরকম হয়, তার গলা থেকে কান পর্যন্ত পুরো অংশই ঢেকে রাখা হয়।

কনে,বিয়ের সাজগোজ,বিভিন্ন দেশের বিয়ের সাজগোজ,Bride,Marriage attire,Various Countries Marriage attire,রোমানিয়ার কনে,দক্ষিণ আফ্রিকার কনে,Romania Bride,South Africa Bride

২)মঙ্গোলিয়ান কনেঃ- এশিয়া মহাদেশের এই দেশে বিয়ে মানেই বেশ রাজকীয় সাজগোজ। মঙ্গোলিয়ান মেয়েরা বিয়ের দিন রানীর মত পোশাক পরে মাঠে নামে এবং বিয়ের দিন তারা ঐতিহ্যবাহী গাউন পরে থাকে। শুধু তাই নয়, কনের মাথায় থাকে বিরাট মুকুট সেখানে সাজানো থাকে বিভিন্ন ধরনের রঙিন পুঁতি।

কনে,বিয়ের সাজগোজ,বিভিন্ন দেশের বিয়ের সাজগোজ,Bride,Marriage attire,Various Countries Marriage attire,রোমানিয়ার কনে,দক্ষিণ আফ্রিকার কনে,Romania Bride,South Africa Bride

৩)দক্ষিণ আফ্রিকার নববধূঃ- আফ্রিকা মহাদেশের সমৃদ্ধশালী দক্ষিন আফ্রিকাতে বেশিরভাগ মেয়েরাই বিয়ের দিন নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে থাকে। সাধারনত এই পোশাক হয় বিয়ের গাউন, এর সাথে কনেকে দেখা যায় কারুকাজ করা গয়না পরতে এবং সাথে থাকে একটি পশমের ক্যাপ।

কনে,বিয়ের সাজগোজ,বিভিন্ন দেশের বিয়ের সাজগোজ,Bride,Marriage attire,Various Countries Marriage attire,রোমানিয়ার কনে,দক্ষিণ আফ্রিকার কনে,Romania Bride,South Africa Bride

৪)পেরুর কনেঃ- সুদূর দক্ষিণ আমেরিকা মহাদেশের পেরুতে অবশ্য বিয়ের সাজ প্রায় নেই বললেই চলে। সেখানে মেয়েরা তাদের বিয়ের দিনে খুব চটকদার বা রঙিন পোশাক না পরে ঐতিহ্যবাহী পোশাক পরে থাকে, যেখানে তাদের মাথায় থাকে গোল টুপি।

কনে,বিয়ের সাজগোজ,বিভিন্ন দেশের বিয়ের সাজগোজ,Bride,Marriage attire,Various Countries Marriage attire,রোমানিয়ার কনে,দক্ষিণ আফ্রিকার কনে,Romania Bride,South Africa Bride

৫) জার্মানির কনেঃ- বিভিন্ন ইউরোপীয় দেশের মতো জার্মানিতেও মেয়েরা তাদের বিয়ের দিনে একটি ঐতিহ্যবাহী সাদা গাউন পরে। তবে এর সাথে জার্মানির কনে বেশ ভারী রঙিন গহনা এবং টুপি পরে থাকে।

কনে,বিয়ের সাজগোজ,বিভিন্ন দেশের বিয়ের সাজগোজ,Bride,Marriage attire,Various Countries Marriage attire,রোমানিয়ার কনে,দক্ষিণ আফ্রিকার কনে,Romania Bride,South Africa Bride

৬)নাইজেরিয়ার কনেঃ- ভারতের মতো নাইজেরিয়াতেও বিয়ের অনুষ্ঠানটি খুব আড়ম্বর সহকারে পালিত হয়। এই সময় বর এবং কনে উভয়কেই ঐতিহ্যবাহী পোশাক পরতে দেখা যায়। সাধারনত নাইজেরিয়ান কনে তার বিয়েতে একটি সুন্দর কমলা রঙের গাউন পরে এবং তার সাথে তার মাথায় থাকে একটি লম্বা টুপি। এছাড়া তার মুখও একটি জাল ওড়না দিয়ে ঢাকা থাকে।

কনে,বিয়ের সাজগোজ,বিভিন্ন দেশের বিয়ের সাজগোজ,Bride,Marriage attire,Various Countries Marriage attire,রোমানিয়ার কনে,দক্ষিণ আফ্রিকার কনে,Romania Bride,South Africa Bride

৭)কাজাখস্তানের কনেঃ- বিয়ের দিনে কাজাখস্তানের মেয়েরা সুন্দর সাদা ঐতিহ্যবাহী গাউন পরে থাকে। জালযুক্ত ওড়না এবং এর সাথে ম্যাচিং গহনাগুলির যোগ্য সঙ্গত দেয় তাদের। এছাড়া তারাও মাথায় এক বিশেষ ধরণের ক্যাপ পরেন।

কনে,বিয়ের সাজগোজ,বিভিন্ন দেশের বিয়ের সাজগোজ,Bride,Marriage attire,Various Countries Marriage attire,রোমানিয়ার কনে,দক্ষিণ আফ্রিকার কনে,Romania Bride,South Africa Bride

৮)উজবেকিস্তানের কনেঃ- উজবেকিস্তানের কনে তার বিয়ের দিনে সেদেশের একরকম ঐতিহ্যবাহী লাল পোশাক পরে। এর সাথে মাথায় থাকে একপ্রকার ভারী ওড়না। উজবেকিস্তানের নববধূ এর সাথে একটি সূক্ষ্ম কারিগরি মুকুট বা ক্যাপ পরে থাকেন।

কনে,বিয়ের সাজগোজ,বিভিন্ন দেশের বিয়ের সাজগোজ,Bride,Marriage attire,Various Countries Marriage attire,রোমানিয়ার কনে,দক্ষিণ আফ্রিকার কনে,Romania Bride,South Africa Bride