Moumita

TRP দৌড়ে মাস শেষ হতে না হতেই বন্ধ হচ্ছে সিরিয়াল, রইল লম্বা ইনিংসের রেকর্ড গড়া কিছু ধারাবাহিকের তালিকা

চলতি বছরটা একেবারেই ভালো যায়নি বাংলা টেলিভিশনের জন্য। বেশ বড় রকমের রদবদল এসেছে টেলি দুনিয়ায়। রীতিমত সিরিয়াল বন্ধের হিড়িক পড়েছে এই বছরটায়। যত না সিরিয়াল শুরু হয়েছে তার থেকে বেশি এসেছে সিরিয়াল গুটিয়ে নেওয়ার খবর।

   

এমতাবস্থায় কোনো সিরিয়াল যদি এক বছরও সম্প্রচারিত হয় তো সেটাও বিরাট বড় বিশাল। এই পরিস্থিতিতে মাস দুই চলার পরেই জনপ্রিয়তা হারাচ্ছে সিরিয়ালগুলি। এর মধ্যেও কিছু সিরিয়াল এমন আছে যারা বেশ কয়েকবছর ধরে টিকে আছে।

১. এই পথ যদি না শেষ হয় : স্বর্ণেন্দু সমাদ্দার পরিচালিত এবং ‘ক্রেজি আইডিয়াজ়’ প্রযোজিত সিরিয়াল ‘এই পথ যদি না শেষ হয়’ প্রায় দেড় বছর ধরে টিকে ছিল। ২০২১ সালের ১২ এপ্রিল শুরু হয়ে ২০২২ সালের শেষে এর যাত্রা শেষ হয়।

২. খড়কুটো : টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘খড়কুটো’। গুনগুন-সৌজন্য’র এই জুটি দারুন জনপ্রিয়তা অর্জন করেছিল দর্শকমহলে। টানা দুই বছর ধরে চলেছে এই মেগা।

 

৩. মিঠাই : প্রায় টানা এক বছর যাবৎ বেঙ্গল টপারের খেতাব ছিল এই ধারাবাহিকের হাতে। সাম্প্রতিক সময়ে TRP খানিকটা কমলেও জনপ্রিয়তা বেড়েছে বই কমেনি।

৪. গাঁটছড়া : এই সিরিয়ালে দর্শক পেয়েছিল এক নতুন জুটি। শোলাঙ্কি-গৌরব’র নতুন জুটিকে দারুন ভালোবাসা দিয়েছে দর্শকমহল। একটা সময় ‘মিঠাই’র সাথে সমানে সমানে টক্কর দিয়েছিল এই ধারাবাহিকটি।

৫. ধুলোকণা : স্টার জলসার অন্যতম চর্চিত ধারাবাহিক হল ‘ধুলোকণা’। টিআরপি বাড়ানোর জন্য বহু চেষ্টা করেছিল এই ধারাবাহিকটি। সমালোচনাও হয়েছিল ভালোই। ভালমন্দ মিশিয়ে এই ধারাবাহিকের আয়ু প্রায় দেড় বছর।