LPG গ্রাহকদের বাড়তে পারে চাপ! আর বাড়ি বাড়ি ডেলিভারি হবে না LPG গ্যাস

LPG Cylinder

LPG গ্রাহকদের বাড়তে পারে চাপ! আর বাড়ি বাড়ি ডেলিভারি হবে না LPG গ্যাস

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: পয়লা বৈশাখ আসার আগে থেকেই চাপে পড়ে গিয়েছে সাধারণ মানুষ (LPG Cylinder)। মাথা পিছু ৫০ টাকা করে বেড়ে গিয়েছে এলপিজি সিলিন্ডারের দাম। এমন সময় আবার শোনা যাচ্ছে যে বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার ডেলিভারি করাই হবে না। তাহলে কী করবেন গ্রাহকেরা? এই গরমে কি লাইন দিয়ে গ্যাস সিলিন্ডার তুলতে হবে?

জানা গিয়েছে যে গ্রাহকদের চিন্তা বাড়িয়ে আসন্ন মে মাস থেকে শুরু হতে চলেছে নতুন ঝামেলা। এলপিজি সিলিন্ডার পেতে সমস্যা হতে পারে বিস্তর। আরও অনেক বেশি পরিমাণে বাড়তে পারে রান্নার গ্যাস সিলিন্ডারের খরচও। কিন্তু কেন? হঠাৎ এমন ঝামেলা? এমন সময় জানা গিয়েছে, এলপিজি সরবরাহকারীদের কমিশন খুবই কম দেওয়া হয়। আর মূল্যবৃদ্ধির যুগে তা একেবারেই ঠিক নয়।

জানা গিয়েছে, রবিবার এলপিজি ডিস্ট্রিবিউটর ইউনিয়নের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কমিশন বাড়ানোর দাবি উঠেছে। সিলিন্ডার ডেলিভারির জন্য কমিশন কমপক্ষে ১৫০ টাকা করে দিতে হবে। আর এলপিজির সরবরাহ গ্যাসের চাহিদা এবং সরবরাহের উপর নির্ভরশীল। তেল কোম্পানিগুলি জোরপূর্বক আইন বিরোধ করেই চলেছে। অবিলম্বে বন্ধ করতে হবে এটা। এমনটাই বলা হচ্ছে।

আরও পড়ুন: লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা কেন্দ্রের, ১০০০র বদলে ৭০০০ টাকা করে পাবেন মহিলারা! আবেদন করবেন কীভাবে?

উল্লেখ্য, তিন মাসের মধ্যে অতিরিক্ত কমিশন সহ পূরণ করতে হবে এই একাধিক দাবি। আর নাহলেই ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে এলপিজি ডিস্ট্রিবিউটর ইউনিয়নের তরফে। সেই অনুযায়ী যদি দুৰ্ভাগ্যবশত ধর্মঘট হয়, তবে সাধারণ মানুষের গ্যাস সিলিন্ডার পেতে ব্যাপক সমস্যা হতে চলেছে। প্রসঙ্গত, অ্যাসোসিয়েশনের সভাপতি বি এস শর্মা এক বিবৃতিতে জানিয়েছেন যে শনিবার ভোপালে অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্য থেকে আসা সদস্যরা এই দাবি রাখার প্রস্তাব অনুমোদন করেছেন। ইতিমধ্যেই এই দাবি নিয়ে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রককেও চিঠি লেখা হয়েছে।

সঙ্গে থাকুন ➥