শ্রী ভট্টাচার্য, কলকাতা: মূল্যস্ফীতির বাজারে গ্যাসের দাম জীবন আরও দুর্বিষহ করে তুলেছে। তবে, আজ মাসের প্রথম দিনেই মানুষ LPG-এর ক্ষেত্রে কিছুটা স্বস্তি পেয়েছে (LPG Price Cut)। হ্যাঁ, ইন্ডিয়ান অয়েল ১ মে ২০২৫ তারিখে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আপডেট করেছে। গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই কমেছে।
কারা উপকৃত হবেন?
হোটেল এবং রেস্তোরাঁর মতো ব্যবসায় ১৯ কেজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। এখন এর দাম কমে গিয়েছে, তাই এই জায়গাগুলিতে খরচ কমে যেতে পারে। এর ফলে মেনুর দাম কমার সম্ভাবনা তৈরি হয়, যা সরাসরি গ্রাহকদের অর্থাৎ সাধারণ মানুষের উপকারে আসতে পারে। এমন পরিস্থিতিতে, যারা বাইরে খায় তাঁদের কিছুটা স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
কত টাকা দাম কমল গ্যাসের?
১ মে ২০২৫ তারিখে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৭ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
- এখন এই সিলিন্ডারটি কলকাতায় ১৮৫১.৫০ টাকায় পাওয়া যাবে।
- মুম্বাইতে ১৬৯৯ টাকায় পাওয়া যাবে।
- চেন্নাইতে ১৯০৬.৫০ টাকায় পাওয়া যাবে।
- দিল্লিতে ১৭৪৭.৫০ টাকায় পাওয়া যাবে।
আরও পড়ুন: এক ধাক্কায় তিনগুণ হবে পেনশন! বড় ঘোষণার পথে EPFO, অপেক্ষায় লক্ষ লক্ষ কর্মীরা
ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কমল না বাড়ল!
৮ এপ্রিল সরকার ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি করলে দেশীয় এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে যায়। প্রায় এক বছর পর এই বৃদ্ধি করা হয়। এর আগে ১ এপ্রিল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়েছিল এবং দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডার ৪১ টাকা কমিয়ে এখন ১৭৬২ টাকা করা হয়েছে। এখন ১ মে আবারও এর দাম কমানো হয়েছে। তবে, গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। সেই অনুযায়ী, দিল্লিতে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা, কলকাতায় ৮৭৯ টাকা, মুম্বাইতে ৮৫২.৫০ টাকা এবং চেন্নাইতে ৮৬৮.৫০ টাকা।