Star Jalsha

anita

Star Jalsha: যোগ্য সম্মান দিল না স্টার জলসা! দুই প্রিয় অভিনেত্রীর অসম্মানে ক্ষোভে ফুঁসছেন দর্শক

নিউজ শর্ট ডেস্ক: সদ্য স্টার জলসার (Star Jalsha) পর্দায় অনুষ্ঠিত হয়েছে ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড’ (Star Jalsha Parivar Award)। প্রতিবারের মতো এবারও জমকালো এই অ্যাওয়ার্ড ফাংশনে বসেছিল চাঁদের হাট। বাংলা সিরিয়ালের (Bengali Serial) সমস্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের সম্মান জানিয়ে তুলে দেওয়া হয়েছে পুরস্কার। টিআরপি তালিকায় এগিয়ে থাকা ধারাবাহিকের নায়ক নায়িকাদের পাশাপাশি এদিন পুরস্কার দেওয়া হয়েছে নতুন সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদেরও।

   

তবে এবারের এই অ্যাওয়ার্ড ফাংশন ঘিরে দর্শকদের ক্ষোভের মুখে পড়ল চ্যানেল কর্তৃপক্ষ। কারণ তাদের দাবি এই পুরস্কারের মঞ্চ থেকে খালি হাতে ফিরেছেন তাদের পছন্দের দুই অভিনেত্রী। যোগ্যতা থাকা সত্ত্বেও প্রিয় অভিনেত্রীরা কোন সম্মান কিংবা পুরস্কার না পাওয়ায় রীতিমতো ক্ষুব্ধ দর্শকদের একাংশ।

এখানে কথা হচ্ছে স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘রামপ্রসাদ’-র মা কালী চরিত্রের অভিনেত্রী পায়েল দে (Payel De) এবং ‘সন্ধ্যা তারা’ ধারাবাহিকের দ্বিতীয় প্রধান নায়িকা তারা অভিনেত্রী অমৃতা দেবনাথ-র (Amrita Debnath) বিষয়ে। সন্ধ্যা তারা সিরিয়ালের শুরুতে সন্ধ্যার মতই বোন হিসাবে সমান গুরুত্ব দেওয়া হয়েছিল তারাকে।

Payel De

পরবর্তীতে এই চরিত্রটিই ছেঁটে ফেলা হয় সিরিয়াল থেকে। অন্যদিকে রামপ্রসাদ ধারাবাহীকে কালী মায়ের চরিত্রে পায়েলের অভিনয়ও বেশ মনে ধরেছিল দর্শকদের। কিন্তু দর্শকদের পছন্দ হলে কি হবে তারা এবং মা কালী কাউকেই পুরস্কার তুলে দেওয়া তো দূরের কথা এই ফাংশনে তাদের জন্য কোন নাচের পারফরম্যান্স-ও রাখা হয়নি।

আরও পড়ুন: আবার আসছে ‘গাঁটছড়া’! স্টার জলসার ৩ নায়িকার নতুন ধারাবাহিক ঘিরে খুশির হাওয়া দর্শকমহলে

এদিন এই বিষয়েরই ঘোর প্রতিবাদ করেছেন দর্শকরা। তাদের দাবি নতুন শুরু হওয়া সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের অ্যাওয়ার্ড দেওয়া হলেও এই অভিনেত্রীকে অ্যাওয়ার্ড দেওয়া তো দূর তাদের একটাও নাচের পারফমেন্স-ও রাখা হয়নি। যদিও সিরিয়ালের নিরিখে তাদের চরিত্র দুটিই যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড,Star Jalsha Parivar Award,পায়েল দে,Payel De,অমৃতা দেবনাথ,Amrita Debnath,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

বিশেষত রামপ্রসাদ সিরিয়ালটি যে মা কালীকে নিয়ে তৈরি হয়েছে, তাঁকেই এদিন বঞ্চিত করা হলো পুরস্কারের মঞ্চ থেকে। তাই দর্শকদের অনুমান টিআরপি তালিকায় পিছিয়ে থাকার কারণেই সম্ভবত এই দুই অভিনেত্রীর সাথে এমন অবিচার করা হয়েছে।