শ্রী ভট্টাচার্য, কলকাতা: সাবধান, সব উত্তরপত্র বাতিল করে দেওয়া হল (Madhyamik and HS Exam)? মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা ঘিরে নতুন করে দানা বাঁধল সংশয়। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, ‘২০২৫ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা বাতিল। নতুন করে পরীক্ষা করাতে হবে সকল ছাত্রছাত্রীর। জানিয়ে দিল শিক্ষক সংগঠন।’ তাহলে কি আবার নতুন করে পরীক্ষা দিতে হবে?
এমনিতেই সুপ্রিম কোর্টের রায় নিয়ে হুলুস্থূল রাজ্যে। চাকরিচ্যুত হয়ে গিয়েছেন প্রায় ২৬,০০০ শিক্ষক এবং শিক্ষাকর্মী। অনেকেই নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষক। এবার তাঁরা চাকরিহারার হওয়ার জন্য আবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের উত্তরপত্র দেখার ক্ষেত্রে কোনও ঝামেলা হবে না তো? এই নিয়েও ভাবছে ওয়াকিবহাল মহল। এমন সময় এই বাতিলের দাবি সত্যিই আতঙ্কের।
আরও পড়ুন: শিয়ালদার মতো হাওড়া লাইনে মহিলাদের জন্য মিলবে দুর্দান্ত ব্যবস্থা! প্রস্তাব গেল রেলের কাছে
বাংলা সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ধাঁচেই এই ছবি ভয় ধরাচ্ছে। কারণ ওই ছবিতে লেখা রয়েছে, ‘খাতা দেখা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত।’ এমন পরিস্তিতিতে মহা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ছবির নেপথ্যে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মামলায় সুপ্রিম কোর্টের রায় আছে! এদিকে শোনা যাচ্ছে যে কোনও শিক্ষক সংগঠন এমন কোনও ঘোষণা করেনি। তাহলে কি যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তা যে পুরোপুরি ভুয়ো! দেখুন সোশ্যাল মিডিয়ায় ভয় ধরানো এই খবর যে সংশ্লিষ্ট যে হরফে সেই লেখা হয়েছে, তা ওই সংবাদমাধ্যমের তরফে কিন্তু একেবারেই ব্যবহার করা হয় না। সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম এমন কোনও খবরও প্রকাশ করেনি। তাহলে পুরো ব্যাপারটা কী?
অদ্ভুতভাবে, এই ভাইরাল খবর ভুয়ো বলে দাবি করা হলেও বিষয়টি নিয়ে মাধ্যমিক পরীক্ষার আয়োজক মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চমাধ্যমিকের আয়োজক সংস্থা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কিছুই জানায়নি। যদিও আবার এও জানা যাচ্ছে যে SSC মামলার রায়ের আগেই উত্তরবঙ্গ আবার মেদিনীপুর ডিভিশনের প্রায় ৯০ শতাংশ উত্তরপত্র জমা পড়ে গিয়েছে। বর্ধমান এবং কলকাতা ডিভিশন এখনও বাকি। মঙ্গলবার যদিও সংসদ দাবি করে বসেছে যে এসএসসি মামলার রায়ে যে শিক্ষকরা চাকরি হারিয়েছেন, তাঁরা চাইলে এখনও খাতা দেখতে পারবেন। আর তা নাহলে খাতা দেখার দায়িত্ব অন্যদের দেওয়া হবে বলেও জানানো হয়েছে।