মাধ্যমিকের রেজাল্ট কবে? ঘোষণা করা হল তারিখ

Madhyamik Result Out Date

মাধ্যমিকের রেজাল্ট কবে? ঘোষণা করা হল তারিখ

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: বাংলার শিক্ষার্থীদের প্রথম মেগা পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা। জীবনের অনেক কিছু নির্ভর করে এই পরীক্ষার উপর। রাজ্যের প্রায় ১০ পরিবার এখন চাতকপাখির মতো চেয়ে রয়েছে মাধ্যমিকের রেজাল্টের দিকে। অবশেষে অপেক্ষার অবসান (Madhyamik Result Out Date)। শীঘ্রই ফলপ্রকাশ হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার। জানা গেল মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ।

মাধ্যমিকের রেজাল্ট কবে দেওয়া হবে?

মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি। মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪ জন। ২০২৪ সালে মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছিল ২ মে। ২০১৩ সালে ৯ মে এবং ২০২২ সালে ৩০ জুন। জানা গিয়েছে, গত কয়েক বছরের তুলনায় এবার দ্রুত ফল প্রকাশ হতে চেলছে। তাও এবার মাত্র দুই মাস শেষ হতে না হতেই ফল প্রকাশ করতে পারে মাধ্যমিক বোর্ড। ৩০ এপ্রিলের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি চলছে বলে শোনা গিয়েছিল। রেজাল্ট তৈরি করার কাজ প্রায় শেষ। শুধু সরকারি সিদ্ধান্ত আসা বাকি।কিন্তু এখানে প্রশ্ন থেকেই যাচ্ছে। তাহলে মাধ্যমিকের রেজাল্ট কবে দেওয়া হবে?

আরও পড়ুন: সিভিক সহ অন্যান্য পদে বিপুল নিয়োগ রাজ্যজুড়ে! ছাড়পত্র দিল মন্ত্রিসভা

দেখুন, ৩০ এপ্রিল গরমের ছুটি পড়তে চলেছে। দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন আছে একই দিনে। রাজ্যের তাবড় তাবড় কর্মকর্তারা ব্যস্ত থাকতে পারেন। তাহলে এই দিনেই ফল প্রকাশ করা সম্ভব হবে না। ওদিকে এত লক্ষ লক্ষ ছাত্রীর খাতা দেখা নিয়ে নিয়ে এসএসসি ঝামেলার মধ্যে কোনও অসুবিধা হবে কি নাএ , তা নিয়েও চিন্তা ছিল। কারণ ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায় অনুসারে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা বরখাস্ত হয়েছিলেন। আর সেই সংশয় এখন দূর হয়েছে।

এমন সময়, সবটা নজরে রেখে শেষ মুহূর্তে তারিখ বদল করা হল বলে জানাচ্ছে সূত্র। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট জানিয়েই দিয়েছিলেন যে, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মধ্যে এই নিয়ে দীর্ঘ আলোচনা চলছে। এবার জানা গেল, ২ মে তারিখে মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে।

সঙ্গে থাকুন ➥