‘এই ফল আশা করিনি’- চোখে জল…..কীভাবে অসাধ্য সাধন করলেন মাধ্যমিক টপার আদৃত?

Madhyamik Topper 2025

‘এই ফল আশা করিনি’- চোখে জল…..কীভাবে অসাধ্য সাধন করলেন মাধ্যমিক টপার আদৃত?

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: দীর্ঘদিনের অধ্যাবসায়, চেষ্টা আজ সুফল দিল উত্তর দিনাজপুরের ছেলেকে (Madhyamik Topper 2025)। বই-ই তার একমাত্র ভালবাসা। সেই ভালোবাসাই আজ তাকে জীবনের সবচেয়ে বড় পাওয়াটা দিল। মাধ্যমিক পরীক্ষায় টপ করলেন উত্তর দিনাজপুরের আদৃত সরকার। মাধ্যমিকে সেরার সেরা হওয়ার পর বিশ্বাসই করতে পারছিলেন না যে তার দ্বারা এও সম্ভব। বলেই ফেললেন, ‘এই ফল আশা করিনি’।

মাধ্যমিকে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র আদৃত সরকার টপ করেছেন। ৭০০-র মধ্যে পেয়েছেন ৬৯৬। মেধাতালিকায় নাম ঘোষণা হওয়ার পর কেঁদে ফেলেন মেধাবী। বলে বসেন, এই ফলাফল আমি আশা করিনি।” খেলাধূলা সেভাবে করতে ভালো লাগে না। বই আগলেই কেটে যায় দিনের পর দিন। ভবিষ্যতে কী করবেন সেটাও ভেবে রেখেছেন তিনি। নিট বা জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন দেওয়ার ইচ্ছা রয়েছে।

বাবা অমিত কুমার সরকার জানিয়েছেন, ছেলের এই ফলাফল রায়গঞ্জের নাম উজ্জ্বল করেছে, সবাই খুবই খুশি। মা সীমা সরকারও ছেলের সাফল্য নিয়ে কী বলবেন ভেবে উঠতে পারেননি। এদিকে ভাইয়ের সাফল্যে খুশিতে ফেটে পড়েন আদৃতের কলেজপড়ুয়া দিদি অর্পিতা সরকার। অঙ্কের ছাত্রী তিনি। ভাইয়ের সাফল্যে খুশি হয়ে বলেন, ভাইকে পড়ার কথা কখনও বলতেই হয়নি। পড়ার বই পড়ে সে, অন্যান্য বিষয়ের বইয়ের প্রতিও আগ্রহের শেষ নেই। এ ছাড়াও কুইজে খুব ভাল অদৃত। সদ্য জেলার একটি প্রতিযোগিতায় জয়ী হয়ে ফিরেছে। এককথায়, পড়াকু লক্ষ্মী ছেলের উদাহরণ অদৃত সরকার।

আরও পড়ুন: রেজাল্ট আউট মাধ্যমিকের, প্রথম হল কে? আপনার ফলাফল চেক করুন এইভাবে

শুক্রবার পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০২৫ ঘোষণা করেছে। শিক্ষার্থীরা সকাল ৯:৪৫ টা থেকে অফিসিয়াল ওয়েবসাইট – result.wbbsedata.com, wbbse.wb.gov.in এবং wbresults.nic.in -এ তাদের মার্কশিট দেখছেন। এছাড়াও, শিক্ষার্থীরা এসএমএস এবং ডিজিলকারের মাধ্যমেও তাদের ফলাফল দেখে নিতে পারবেন।

সঙ্গে থাকুন ➥