mahanaok uttam kumars death anniversary celebreation:

আজ উত্তমকুমারের মৃত্যুবার্ষিকী, ৪৩ বছর ‘অভিভাবক’ হারা বাংলার সিনেজগত, আবেগিত মহানায়কের ভক্তরা

নিউজশর্ট ডেস্কঃ আজ থেকে প্রায় ৪৪ বছর আগে ‘উত্তম'(Uttam)হারা হয়েছিল বাংলা। ১৯৮০ সালের ২৪ শে জুলাই পরলোক গমন করেন মহানায়ক উত্তম কুমার(Mahanaok Uttam Kumar)। আজকের দিনে অভিভাবক হারিয়েছিল বাংলার সিনে জগৎ। তার মৃত্যুর পর টলিউডের প্রচুর নায়কের উত্থান-পতন ঘটেছে কিন্তু উত্তম কুমারের মতো না কেউ হতে পেরেছে, না আগামীদিনে কেউ হতে পারবেন। তার সঙ্গে কারোরই তুলনা করা চলে না।

আজ উত্তম কুমারের ৪৩ তম প্রয়াণ দিবস(Death Anniversary)। অসংখ্য অনুরাগীরা স্মরণ করছেন তাকে। সোশ্যাল মিডিয়ায় রয়েছে অসংখ্য পোষ্ট। কেউ মহানায়কের সিনেমা নিয়ে লিখেছেন, কেউ আবার মহানায়ককে নিয়ে আবেগপ্রবণ বার্তা দিয়েছেন। কেউ আবার শেয়ার করেছেন তার এভারগ্রিন গানগুলো। শুধু আগের প্রজন্ম নয়, বর্তমান প্রজন্মকেও মোহিত করে রেখেছেন উত্তম কুমার।

আজ যাকে মহানায়ক বলা হচ্ছে সেই মানুষটির অভিনয় জগতের শুরুর দিকের ক্যারিয়ার কিন্তু অতটা সহজ ছিল না। কেরিয়ারের প্রথম সাতটি ছবি পর পর ফ্লপ হয়েছিল। তাই সেই সময় তাকে ফ্লপমাস্টারও বলা হত। বাংলা সিনে জগতকে ২১১ টি ছবি উপহার দিয়েছেন। এর মধ্যে অসংখ্য সুপারহিট ছবি রয়েছে। শুধু অভিনয় নয়, পরিচালনাও করেছেন তিনি।

বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও কাজ করেছেন। তার মত জনপ্রিয়তা অন্য কোন টলিউড অভিনেতা এখনো পর্যন্ত পাননি। ১৯৮০ সালে ‘ওগো বধূ সুন্দরী’ সিনেমার শুটিংয়ের সময় উত্তম কুমারের স্টোক হয়। পরে তাকে বেলভিউ হসপিটালে ভর্তি করা হয়েছিল। সেখানে মাত্র ৫৩ বছর বয়সে সকলকে ছেড়ে পরলোকে পাড়ি দেন বাংলার মহানায়ক উত্তম কুমার।

Avatar

Papiya Paul

X