এই মহামারীর আবহাওয়ায় একমাত্র ভরসা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও এই পেশায় নিযুক্ত মানুষরা। এবার করোনা চিকিৎসায় প্রচুর স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। শুধু সাক্ষাৎকারের মাধ্যমেই চিকিৎসক ও মেডিকেল টেকনিশিয়ান নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মুখ্য সচিব বলেন, প্রাথমিকভাবে 53 জন চিকিৎসক 18 জন মেডিকেল টেকনিশিয়ান নিয়োগের পরিকল্পনা রয়েছে রাজ্যের।