শ্রী ভট্টাচার্য, কলকাতা: ১৫ দিনের মাথায় পহেলগামে নিরীহ পর্যটকদের রক্তের বদলা নিয়েছে ভারত। কড়ায় গন্ডায় হিসেব বুঝে নিয়েছে ভারতীয় সেনা। মধ্যরাতে অ্যাকশনে নামে ভারতীয় সেনা। ধূলিস্যাৎ হয়ে গিয়েছে পাকিস্তানের বহু জঙ্গি আস্তানা। এই পরিস্থিতিতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর পরিচালিত ‘অপারেশন সিঁদুর’ এবং পাকিস্তানে সন্ত্রাসীদের আস্তানা নিয়ে দেশজুড়ে রাজনৈতিক প্রতিক্রিয়া চরমে। এই বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন (Mamata Banerjee on India-Pakistan Tension)।
এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী-সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘জয় হিন্দ, জয় ভারত।’ এই এক লাইনের বার্তায় তিনি কেবল ভারতীয় সেনাবাহিনীর সাহসী পদক্ষেপের প্রশংসাই করেননি, বরং কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তমূলক পদক্ষেপকে পরোক্ষভাবে সমর্থনও করেছেন।
এদিন সন্ধ্যেয় সাংবাদিক বৈঠক করে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। আমরাও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এই সময়ে আমাদের মধ্যে যেন কোনও বিভেদ না থাকে। সবার সঙ্গে যোগাযোগ থাকবে।’ তিনি মানুষকে আশ্বস্ত করে আরও বলেন যে ‘প্যানিক হওয়ার কারণ নেই। এটাই আমাদের দেশকে রক্ষা করার সময়। তাই এমন জরুরি পরিস্থিতিতে ছুটি বাতিল করা হচ্ছে।’ মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে পুলিশ, এসপি, ডিএম, বিডিও সকলেই সতর্ক রয়েছেন। মোবিলিটি, ভিজিলেন্সও বাড়ানোর ব্যবস্থা চলছে।
আরও পড়ুন: ট্রেন থামলেও যাত্রী থাকে না, শিয়ালদা ডিভিশনের এক অদ্ভুত স্টেশনের গল্প
স্কুলের ছুটিও বাতিল!
এদিকে মে মাসের ৭ তারিখের পর থেকে ফের গরম বাড়তে শুরু করেছে। গরমের ছুটির আশায় স্কুলগুলো। বাচ্চাদের সুস্থতার চিন্তায় বাবা মায়েরা। এমন সময় মুখ্যমন্ত্রী ফের আশ্বাস দিলেন। জানালেন, ইংলিশ মিডিয়াম স্কুলে গরমের ছুটি এগিয়ে আনা হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কোনও লিখিত বার্তা দিচ্ছি না। মৌখিক ভাবেই জানাচ্ছি। যদি ছুটি এগিয়ে আনা যায়। বাচ্চারা যত বাড়িতে থাকে ততই ভাল। বাড়িতে থেকেই পড়াশোনা করুক। বাংলা মিডিয়ামে যেমন আগেই গরমের ছুটি শুরু হয়ে গিয়েছে।’