অপেক্ষার শেষ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা CM মমতার

Mamata Banerjee On Lakshmir Bhandar

অপেক্ষার শেষ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা CM মমতার

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা (Mamata Banerjee On Lakshmir Bhandar) মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। এতদিন পর এমন ঘোষণা! ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের জেনারেল মহিলাদের মাসে মাসে ৫০০ টাকা এবং তফসিলি জাতি, উপজাতি এবং অনগ্রসরদের জন্য ১০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়। পরবর্তীতে যদিও তা আরও বাড়িয়ে দেওয়া হয়। দুই শ্রেণীর মহিলাদের জন্য বরাদ্দ ভাতার পরিমাণে খুব বেশি পার্থক্য না রেখে, জেনারেল মহিলাদের হাতে মাসে মাসে ১০০০ টাকা দেওয়া হয়। তফসিলি জাতি, উপজাতি এবং অনগ্রসরদের ১২০০ টাকা করে দেওয়া হয়।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কী ঘোষণা করলেন CM মমতা?

এদিন ডাবগ্রাম-ফুলবাড়িতে প্রশাসনিক সভামঞ্চ থেকে, ‘অনেকে অনেক কথা বলেন। কিন্তু দেওয়ার সময় দেন না। তৃণমূল সরকার দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘মেয়েদের সম্মান, মা-বোনদের সম্মান। আমরা যা বলি, আমরা সেটা করি।’ এরই মাঝে মুখ্যমন্ত্রীর ঘোষণা, “লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম। সারাজীবন পর্যন্ত চলবে।”

মুখ্যমন্ত্রী মমতার আরও দাবি, তৃণমূল সরকার চারটে কথা বলেছিল। জিতলে খাদ্যসাথী দেওয়া হবে, দেওয়া হয়েছে। দুয়ারে রেশন ব্যবস্থা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার করে দেওয়া হয়েছে। স্টুডেন্টদের মধ্যে ১০ লক্ষ টাকার মধ্যে স্মার্ট কার্ড করার কথা ছিল, করে দেওয়া হয়েছে। এমনটাই বলে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এভাবে যখন যেটা বলেছি, করে দেখিয়েছি। একটা জিনিস মনে রাখবেন, কথা থেকে কখনো সরে যাই না।’

আরও পড়ুন: গ্রাহক না থাকায় ক্ষতি! কলকাতা থেকে ব্যবসা গোটাচ্ছে একাধিক পোস্ট অফিস..

লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে অন্যান্য রাজ্যেও মহিলাদের সুবিধা

মমতার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের অনুকরণে দেশের একাধিক রাজ্য পরিচালনা করা হচ্ছে এমন যোজনা। যেমন দিল্লির বিধানসভা নির্বাচনেও মহিলাদের হাতে নগদ তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আম আদমি পার্টি। তারপর গদিতে বিজেপি জিতে মহিলাদের ২৫০০ করে দেওয়ার ঘোষণা করে দেওয়া হয়। অন্যান্য রাজ্যও মাইয়া সম্মান যোজনা, মুখ্যমন্ত্রী মাঝি লাড়কি বেহেন যোজনা এনে ফেলেছে। যদিও রাজনীতির এই বাড়াবাড়িতে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের দাবি, পরজীবী শ্রেণি তৈরি না করে, মানুষকে স্বাবলম্বী করে তুলতে পারলে ভালো হয়।

সঙ্গে থাকুন ➥