পার্থ সারথি মান্না, কলকাতাঃ কয়েক মাস আগেও যেখানে ভারতের সবচেয়ে দূষিত শহরের মধ্যে নাম আসত কলকাতা শহরের। সেই তিলোত্তমা ফের একবার দেখিয়ে দিল কিভাবে বায়ুদূষণ নিয়ন্ত্রণে আনা যায়। কমেছে বায়ু দূষণ, সাথে সবুজ নগরী হিসাবে দেশের অন্যতম উদাহরণ হিসাবে উঠে এসেছে কলকাতা। একথা আমরা বলছি না বলছে কেন্দ্র। আর সেই সুখবরই রাজ্যবাসীর সাথে শেয়ার করে নিলেন মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দেশের মধ্যে সেরা হয়ে উঠল কলকাতা
আসলে সময়ের সাথে মানুষ তার চারপাশের পরিবেশ ও তাতে হওয়া বিভিন্ন দূষণের সম্পর্কে সচেতন হয়ে উঠেছে। বিশেষ করে বায়ু দূষণ যে শারীরিক ক্ষতি করে সেটা বোঝার পরেই নিজের মত করে দূষণ রোধের চেষ্টা করছেন অনেকেই। এক্ষেত্রে কলকাতা শহরে বায়ুর অবস্থা ছিল খুবই খারাপ।
সাধারণত বায়ুর অবস্থা কেমন সেটা মাপার জন্য ব্যবহার করা হয় এয়ার কোয়ালিটি ইনডেক্স। এই ইনডেক্সে মূলত বাতাসের মধ্যে থাকা ধূলোকণা ও ক্ষুদ্র পদার্থের পরিমাণ মাপা হয়। এই AQI এর তালিকায় অনেকটাই নিচের দিকে ছিল কলকাতা। তবে, সময়ের সাথে অনেকটাই উন্নত হয়েছে AQI, আর বর্তমানে ভারতের সেরা ৩ শহরের মধ্যে অন্যতম কলকাতা।
সুখবর শেয়ার করলেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই সুখবর শেয়ার করেছেন নিজের এক্স হ্যান্ডেলে। একটি পোস্টে তিনি লিখেছেন, আবারও পথ দেখালো কলকাতা। ভারত সরকারের তরফ থেকে তিনটি শহরকে PM 10 এর মাত্রা হ্রাস ও বাতাসের AQI উন্নত করার জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। মধ্যে একটি হল কলকাতা। কলকাতাবাসীদের সাপোর্টের জন্য ধন্যবাদ। চলুন সবাই মাইল একটি পরিষ্কার, পরিছন্ন ও সবুজ শহর গড়ে তুলি।
Kolkata again shows the way!
Govt. of India has awarded majorly three cities including Kolkata for significant reduction in Particulate Matter₁₀ levels and overall Air Quality Index improvement.
Grateful to the people of Kolkata for their support. Let’s all — citizens and…
— Mamata Banerjee (@MamataOfficial) May 16, 2025
আরও পড়ুনঃ মাত্র ১৫ দিনেই উপচে পড়ছে প্রণামী বাক্স, কত টাকা পেল দিঘার জগন্নাথ মন্দির?
কিভাবে কমল কলকাতার বায়ুদূষণ?
যেমনটা জানা যাচ্ছে, বাতাসে মিশে থাকা ক্ষুদ্র কণার কারণেই দূষণের পরিমাণ বাড়ছিল। তাই দূষণ রোধের জন্য কলকাতা পুরসভাকে মোট ১২টি জেনে ভাগ করা হয়। তারপর জল সরবরাহ থেকে শুরু করে রাস্তাঘাট পরিষ্কার রাখা, নতুন ৫০০টি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র চালুর মাধ্যমে এই সাফল্য অর্জন করতে পেরেছে কলকাতা।