Additiya

অরিজিৎ-র পাশে মমতা, হাসপাতাল গড়তে বাড়িয়ে দিলেন সাহায্যের হাত, বললেন, ‘ও মা মাটি মানুষের লোক’

অরিজিৎ সিং-এর পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়ের। মুর্শিদাবাদের সাগরদিঘিতে সোমবার প্রশাসনিক বৈঠক করেন সেখান থেকেই তাঁর ঘোষনা, ‘মানুষের জন্য কাজ করছেন অরিজিৎ’। এদিন হাসপাতাল তৈরির জন্য গায়ককে সাহায্যের আশ্বাস দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

   

এদিন স্বাস্থ্য পরিষেবা নিয়ে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, “মুর্শিদাবাদ জেলার ছেলে অরিজিৎ। খুব ভাল গান করেন। আজকে সারা বিশ্বের গর্ব। অরিজিৎ আমাকে বলেছে, দিদি আমি জঙ্গিপুরে মেডিক্যাল কলেজ-হাসপাতাল গড়তে চাই। আমি তাঁকে মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলছি। তুমি কর, যা যা সাহায্য লাগবে…জঙ্গিপুরেও তুমি যদি করতে চাও আমরা সব সাহায্য দেব। তুমি এগিয়ে এসো। ও একটা মা মাটি মানুষের লোক। মানে মাটিতে চলার লোক। দেখবেন ওঁর কোনও অহংকার নেই। ওঁর নিজের গুণই ওঁর সবচেয়ে বড় অহংকার, ওঁর অলঙ্কার। কাজেই এই ধরনের যে কাজ হবে আমরা করব।”

উল্লেখ্য, এর আগে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন সঙ্গীতশিল্পী অরিজিৎ। উদ্বোধনী মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ‘রং দে তু মোহে গেরুয়া…’ লাইনটি শোনান জনপ্রিয় গায়ক। শাহরুখ-কাজল অভিনীত ‘দিলওয়ালে’ সিনেমার জন্য গানটি গেয়েছিলেন তিনি।

শাহরুখকে সম্মান জানিয়েই লাইনটি গেয়ে ওঠেন ওই মঞ্চে। কিন্তু সেই অংশের ভিডিও শেয়ার করেই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার লেখেন, “কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন অরিজিৎ সিংকে নিজের পছন্দের গান গাইতে বলেন তিনি রং দে তু মোহে গেরুয়া গানটিই গেয়েছেন। গেরুয়াই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ।”

এরপরই খবর আসে ইকো পার্কে বাতিল হয়ে গেছে অরিজিৎ-এর কনসার্ট। যা নিয়ে বিস্তর জলঘোলা হয় রাজনৈতিক মহলে।আর এবার সেই অরিজিৎ-র পাশে থাকার আশ্বাস দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।