কয়েক মাস আগে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কৃষি আইন আনা হয়েছে। কৃষি আইন কার্যকর করার পর থেকেই দেশজুড়ে কৃষকরা এই আইনের বিরুদ্ধে সরব হয়। দিল্লিতে গিয়ে আন্দোলন শুরু করে বিভিন্ন কৃষক সংগঠন। আগামী 26 শে মে ছ-মাসে পড়তে চলেছে এই আন্দোলন। কেন্দ্রীয় সরকার কে চাপে ফেলতে আগামী 26 শে মে দেশজুড়ে “কালা দিবস” পালনের ঘোষণা করেছে সংযুক্ত কিষান মোর্চা। কৃষকদের এই “কালা দিবস” পালনকে সমর্থন জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, সানিয়া গান্ধী সহ দেশের 12 টি বিরোধী দল।