Man faces Sexual Harrasment in Running Train
Partha Sarathi Manna
Partha Sarathi Manna

Published:

ঘুমন্ত ব্যক্তিকে আপত্তিকর স্পর্শ, চুমুর চেষ্টা! চলন্ত ট্রেনে যৌন হেনস্থার ঘটনায় হতবাক নেটপাড়া

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বিগত কয়েক বছর ধরে একাধি যৌন হেনস্থার মামলা সামনে এসেছে। তবে সিংহভাগ ক্ষেত্রেই দেখা যায় মহিলারাই কোন পুরুষের দ্বারা হেনস্থার শিকার হন। কখনো ঘরের মধ্যে তো কখনো রাস্তা ঘাটে বা ট্রেনে বাসে। সম্প্রতি আবারও এমন একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। তবে এক্ষেত্রে ঘটনা যেমন অদ্ভুত তেমনি উল্টোও বটে। মহিলা নয়, এবার যৌন হেনস্থার শিকার এক পুরুষ।

ট্রেনে যৌন হেনস্থার শিকার পুরুষ

যেমনটা জানা যাচ্ছে, দূরপাল্লার ট্রেনে যাত্রার করার সময় সহযাত্রী এক পুরুষের বিরুদ্ধেই যৌন হেনস্থার অভিযোগ আনলেন আরেক পুরুষ যাত্রী। ঘটনাটি ঘটেছে পুনে-হাতিয়া এক্সপ্রেসে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দুটি ভিডিও নাকি ভাইরালও হয়েছে।

ওই ব্যক্তির অভিযোগ, ট্রেনে যাওয়ার সময়  ঘুমিয়ে পড়েছিলেন তিনি। তখনই পাশে বসে থাকা পুরুষ সহযাত্রী আপত্তিকরভাবে স্পর্শ করতে শুরু করেন। এমনকি জোর পূর্বক চুমু খেতে শুরু করেন। তখনই ঘুম ভেঙে যায়। স্বাভাবিকভাবেই চিৎকার করতে শুরু করেন তিনি। তৎক্ষণাৎ ভুল হয়ে গেছে বলতে শুরু করেন অভিযুক্ত। যে ভিডিওগুলি ভাইরাল হয়েছে তাতে অভিযুক্ত ব্যক্তিকে নির্যাতিত ব্যক্তির ক্যামেরার দিকেই তাকিয়ে ছিলেন বলেই আন্দাজ করা হচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by The Engineer Bro (@the_engineer_bro)

মহিলার সাথে হলে সবাই প্রতিবাদ করতেন পুরুষ বলেই চুপ

গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নির্যাতিত ব্যক্তি জানান, কোনো মহিলার সাথে এই একই ঘটনা হলে সবাই প্রতিবাদ করতেন। অথচ একজন পুরুষের সাথে হয়েছে  বলে কেউই কিছু বলছেন না। অবশ্য একটি ভিডিওতে অভিযুক্তকে মারধর করতেও দেখা গেছে ওই ব্যক্তিকে। পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা বললে পাশে থাকা স্ত্রী ক্ষমা করে দেওয়ার জন্য বলেন।

আরও পড়ুনঃ যোগ্য হলেও মিলবে না বার্ধক্য ভাতা! বঞ্চিত ৬ লক্ষ, কেন্দ্রের বিরুদ্ধে সরব পশ্চিমবঙ্গ সরকার

আরপিএফের কাছে এই বিষয়ে অভিযোগ করতে চাইলেও তারা কোনো গুরুত্ব দেননি বলেই জানা যাচ্ছে। নির্যাতিত ওই ব্যক্তির মতে, ‘যদি পুরুষরাই ট্রেনে যাত্রার সময় নিরাপদ না থাকে তাহলে মহিলারা কিভাবে থাকবেন?’ যদিও ভিডিও ভাইরাল হওয়ার পর এই বিষয়ে দ্বিমত প্রকাশ করেছে নেটিজেনরা। কারোর মতে এই ঘটনার প্রতিবাদ প্রয়োজন ছিল। আবার কারোর মতে, সবটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার প্রচেষ্টা বা চিত্রনাট্য নয় তো?

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X